দেবীদ্বারে ট্রাক উল্টে যানজট ও লড়ির ধাক্কায় গাছ ভেঙে পড়ে মো. রুবেল হাজরী (২৫),নামের এক যুবক আহত হয়েছেন। আহত রুবেল হাজারী,চাপানগর হাজারী বাড়ির শফিকুল ইসলাম হাজারীর ছেলে। সে সড়ক দুর্ঘটনায় দেখতে এসে লড়ির ধাক্কায় গাছ ভেঙে তার উপরে পড়লে সে গুরুতর আহত। পরে তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর সকাল সাড়ে ৬ টায় কুমিল্লা,সিলেট আন্ঝলিক মহাসড়কের দেবীদ্বার পৌর চাপানগর বায়তুস সালাম জামে মসজিদের সামনে পাথর বুঝাই একটি ট্রাক ঢাকা মেট্রো- ট,১৪- ৮০০৫ নম্বরের ট্রাকটি চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ রাস্তায় উল্টে যায়। এ ঘটনায় কোনো আহত না হলেও সড়কের দুই পাশে গাড়ি জমে প্রায় ৪ ঘন্টা যানজটে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। এ ঘটনায় স্থানীয়রা থানা পুলিশ খবর দিলে থানা পুলিশ ও মীরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকালে সড়কের থাকা গাড়ির চলাচল স্বাভাবিক করতে গিয়ে লড়িটি ঘটনাস্থল পাড় হতে গিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা দিলে গাছটি একটি অটোরিকশা,একটি হেনট্রাকট্রর ও রাস্তায় থাকা রুবেল উপর পড়লে,রুবেল আহত হন। স্থানীয়ারা লড়িটিকে ধরার চেষ্টা করলেও ধরতে পারেনি। মীরপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার মন্জুরুল আফসার বলেন পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এবং প্রায় ৪ ঘন্টা উপস্থিত থেকে উদ্ধার অভিযান করে সড়কে যানচলাচল স্বাভাবিক করে,তবে লড়িটি কে ধরতে পারিনি বলে পুলিশ জানান।