চোরাই স্বর্ণ ব্যবহার করে শাহীনা আক্তার শাহীন (২৫) নামে এক অভিনেত্রী টিকটকে অভিনয় করার দেখে, ঢাকা থেকে পুলিশের জালে আটক হয় স্বর্ণচোরা স্বামী মো. সোহেল মিয়া(২৯)।
মঙ্গলবার (১জুলাই) দিবাগত রাতে দেবীদ্বার থানার উপপরিদর্শক(এসআই) মাজহারুল ইসলাম ও এসআই মো. ফিরুজ’র নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ঢাকার কামরাঙ্গীচর এলাকার বুড়িগঙ্গা নদীর পাশ থেকে মো. সোহেল মিয়া (২৯) নামে স্বর্ণ চোর সিন্ডিকেটের এক চোর আটক করেছেন।
আটক মো. সোহেল মিয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার চন্দ্রনাইল (কাচারী) গ্রামের মৃত: আব্দুর রবের পুত্র।
দেবীদ্বার থানার উপপরিদর্শক(এসআই) মাজহারুল ইসলাম জানান, মো. সোহেল মিয়া বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে এলাকার স্বর্ণের দোকান চিহ্নীত করে তার সিন্ডিকেটের সহায়তায় চুরি করে আসছিল। মো. সোহেল মিয়ার স্ত্রী শাহীন আক্তার শাহীন টিকটক করতেন। সোহেলের মোবইল ফোন ট্রেক করে দেখা যায়, তার স্ত্রী ওই চোরাই স্বর্নের গহনা পড়ে টিকটক করেছিল। পরে অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করতে সক্ষম হই।
উল্লেখ্য গত ১৬ মে প্রকাশ্য দিবালোকে দেবীদ্বার নিউমার্কেট কলেজ রোডের ‘বারেক প্লাজা’র পূর্ব গলির ‘খাদিজা শিল্পালয়’র মালিক মো. জাকির হোসেন জুম্মার নামাজ শেষে দোকান খুলতে যেয়ে দেখেন তার দোকানের তালা নেই, ভেতরে ঢুকে দেখেন সুকেসের ভেতর থেকে প্রায় ৪০ ভরি স্বর্ণের গহনা নেই।
ওই দিন (১৬ মে) সন্ধ্যায় চুরি করা স্বর্ণ কুমিল্লার ইপিজেটের একটি স্বর্ণের দোকানে বিক্রি করতে গিয়ে এক দম্পতি মো. করিম প্রকাশ আবু তাহের(৩০) ও তার স্ত্রী শারমিন আক্তার(২৫) আটক হয় পুলিশের হাতে। তাদের জিজ্ঞাসাবাদে মুরাদনগর থেকে আটক হয় স্বর্ণ চোর সিন্ডিকেটের প্রধান আবুল কাসেম।
আদালতে তাদের ১৬৪ ধারায় জবানবন্দীতে বেড়িয়ে আসে স্বর্ণ চোর সিন্ডিকেটের অপর সদস্য মো. সোহেল মিয়ার নাম।
এ ব্যপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, আটক সোহেলসহ স্বর্ণ চোরাচালানী চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে। সোহেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বাকী সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।