দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি
দেবীদ্বার মৈত্রী ইন্টারন্যাশল স্কুলে বার্ষিক পুস্কার বিতরণী ও কুরআন ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক ভাষা দিবসে ও মহান একুশে ফেবব্রæয়ারির গুরুত্ব তুলে ধরে মঙ্গলবার সকাল ১১ টায় বিদ্যালয়ের মিলনায়তনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের অধ্যক্ষ বিমল চন্দ্র দাসের সভাপতিত্বে ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সদস্য নাহিদুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধ বিষয়ক গবেষক, লেখক ও সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের নির্বাহী পরিচালক গোলাম রাব্বি প্লাবন। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাংবাদিক শফিউল আলম রাজীব, সহকারী শিক্ষক রেহানা বেগম, ফখরুল হাসান জুয়েল, মাওলানা আবু ইউছুফ প্রমুখ।
আলোচনা শেষে বিদ্যালয়ের মনিং শিফটের মক্তবের শিক্ষার্থীদের মধ্যে ৪ শিক্ষার্থীকে কুরআন ছবকের মাধ্যমে তাদের প্রত্যেকের হাতে একটি করে পবিত্র কোরআন শরীফ তুলে দেয়া হয়।
উল্লেখ্য উক্ত বিদ্যালয়ে গত দু’বছর ধরে সাধারন শিক্ষার পাশাপাশি ধর্মিয় শিক্ষায় শিক্ষিত হতে মক্তব শাখা চালু করা হয়। পাশাপাশি অন্যান্য ধর্মবালম্বী শিক্ষার্থীরা আগ্রহ প্রকাশ করলে তাদের জন্যও ধর্মীয় শিক্ষার ব্যাবস্থা করা হবে বলে বিদ্যালয় পরিচালনা পর্ষদ জানিয়েছেন।