দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি
দেবীদ্বারে দুধে পানি মিশ্রণের অভিযোগে নারীকে মারধরের ঘটনায় সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছে। স্থানীয় সৃত্রে জানা যায় মঙ্গলবার সকালে উপজেলার বুড়িরপাড় বাজারে স্বামী পরিত্যাক্তা অসহায় আছমা আক্তার দুধ বিক্রি করতে গেলে দুধে পানি মিশ্রণ আছে বলে এ ঘটনায় তাকে বাজার কমিটির সভাপতি আউয়াল সরকার মারধর করেছে বলে ফেইসবুকে ভিডিও ভাইরাল হয়। ওই দিকে আউয়াল সরকার সত্যাতা স্বীকার করে বলেন আছমা আক্তারের দুধে মিটার দিয়ে পানি মিললে তার দুধ ফেলে দেওয়া হয়, তখন ওই নারী ক্ষিপ্ত হয়ে আমার মামা মো. হোসেনকে জুতা তুললে তাকে থাপ্পর মারি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বলেন আউয়াল সরকার খুব অত্যাচারী লোক তাকে অপরাধের জন্য আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করা হউক।
এ ঘটনায় বিকাল সাড়ে ৪ টায় রিপোর্ট লিখা পর্যন্ত থানা অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান ২ জনকে থানায় আনা হয়েছে তবে লিখিত কোনো অভিযোগ পাইনি, পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।