1 000 A Month On Online Gambling Who said that trolls must necessarily be terrible and awful. Winning Slot Machines I understand how machines work and how to discover the games that provide the best mathematical return. Casino Online Btc
দেবীদ্বার: কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের আশরা গ্রামে অভিযান চালাতে গিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩ কর্মকর্তাসহ ৮ জন আহত হয়েছে। এ সময় মাদক চোরাচালানী চক্রের ৩ নারীসহ ৭ সদস্যকে আটক করেছে আইনশৃংখলা বাহিনী। আটককৃত ৭ জনকে শুক্রবার দুপুরে কুমিল্লা বিশেষ আদালতে প্রেরন করা হয়েছে।
মাদক আইনে অভিযুক্ত আটক ৭ জনকে শুক্রবার বিকেলে কুমিল্লা ৪ নং (আমলী আদালত) বিশেষ আদালতে হাজির করা হলে,আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (জেষ্ঠ বিচারক) মোঃ আলাউদ্দিন আটককৃতদের জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যোগে দেবীদ্বার উপজেলার সীমান্তবর্তী গ্রাম আশরায় জলিল চৌকিদারের বাড়িতে অভিযান চালায়। অভিযান চলাকালে মাদক ব্যবসায়ি চক্রের সদস্যরা চাইনিজ কুড়াল, রামদা ও লাঠি-সোটা নিয়ে তাদের উপর হামলা চালালে অধিদপ্তরের ৩ কর্মকর্তসহ ৮ জন আহত হয়। মারাত্মক আহতদের মধ্যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের উপ-পরিদর্শক মিজানুর রহমান, শাহাদাত হোসেন ও রোকন কান্তি পাল, সিপাহি আ,ন,ম আশিকুর রহমান, ইমাম হোসেন ও আজহারুল হককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কুমিল্লা সার্কেল’র পরিদর্শক মাহবুবুল আলম বাদী হয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে কর্তব্যকাজে বাঁধাদান- হামলায় আহত এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেবীদ্বার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ১৯ তারিখ-২২,০৯,২০২২ইং। মামলার জব্দ তালিকায় চাইনিজ কুড়াল, রড, লাঠি ও অন্যান্য দেশী অশ্র থাকলেও উদ্ধারকৃত মাদকের তালিকা ছিলনা। এ সময় ৩ নারীসহ ৭ মাদক ব্যবসায়িকে আটক করে আইন-শৃংখলা বাহিনী। আটককৃতরা হলেন, দেবীদ্বার উপজেলার আশরা গ্রামের আব্দুল মজিদের পুত্র দুলাল মিয়া (৫৫), তার স্ত্রী অজুফা(৫০),২ পুত্র মাহফুজুর রহমান(২৮), মামুন মিয়া(৩২),২ কণ্যা নাঈমা ইসলাম(২২), ফাহিমা আক্তার(২০) ও একই গ্রামের রাজ্জাকের পুত্র কালাম(২৫)। দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান,দেবীদ্বার দক্ষিণ এলাকার ঢাকা-চট্রগাম মহাসড়ক সংলগ্ন আশরা গ্রামের আন্ত:জেলা মাদক চোরাচালান চক্রটি নানা কৌশলে মাদক ব্যবসা করে আসছে। গত ১৫ সেপ্টেম্বর একটি বড় মাদক চোরাচালানের সংবাদে আশরা গ্রামের জলিল চৌকিদারের বাড়িতে থানা পুলিশ অভিযান চালিয়েছিল। (ওই ঘটনায় দেবীদ্বার থানায় দায়েরকৃত মামলা নং-১৪, তাং-১৫/০৯/২০২২ইং) ওই মামলায় পলাতক আসামীদের খোঁজে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্ত গতকাল অভিযান চালিয়ে ৭জনকে আটক করেছে। আজ আটকৃতদের কোর্ট হাজতে চালান করা হয়েছে।