দেবীদ্বারে (কুমিল্লা) প্রতিনিধি
দেবীদ্বারে বেসরকারী সংগঠন (এনজিও) ‘পদক্ষেপ’র ৩২২তম শাখা ও ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সোমবার দুপুরে দেবীদ্বার বারেরা এলাকায় ‘পদক্ষেপ’র নতুন কার্যালয় উদ্ভোধন ও ৭ গ্রাহকের মাঝে ঋণের টাকা বিতরণ করা হয়। পদক্ষেপ’ মাবিক উন্নয়ন বিভাগের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাসেম ওমানী, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার নতুন বাজার কমিটির সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম সরকার, বিশিষ্ট ব্যবসায়ি হাজী মোঃ মোসহলে উদ্দিন (মানিক) ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস সরকার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘পদক্ষেপ’ হোমনা শাখা ব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলাম, বাঞ্ছারাম্পুর ‘পদক্ষেপ’ শাখা ব্যবস্তাপক নূরে আলম সিদ্দিক, ‘পদক্ষেপ’ দেবীদ্বার শাখা ব্যবস্থাপক মোঃ সোহেল আহমেদ’ প্রমূখ।
পদক্ষেপ কর্মকর্তারা বলেন, ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত ‘পদক্ষেপ’ সারা দেশে আজ ৩২২ টি শাখায় পরিচালনা করছে। ৪ হাজার কোটি টাকা ঋণ গ্রাহকদের মাঝে বিতরণ করা আছে। ঝরেপড়া শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে প্রায় ৪৫০টি ‘বৈকালীন স্কুল’ প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়াও কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সেনিটেশন, গৃহায়ন, পরিবেশ ভারসাম্য রক্ষা, বাল্য বিয়ে, মাদক, মন্ত্রাস প্রতিরোধে সারা দেশব্যপী সভা-সমাবেশ ও কার্যক্রম অব্যাহত আছে।