United Kingdom Casino Roulette Ive also compiled a sizeable wedge of information on live online casinos, which might be up your alley. Newport Vancouver Casino This option can be adjusted with the help of control panel located below the reels of Electric Sam slot online. Slot Games With Free Spins Uk
দেবীদ্বার, কুমিল্লা প্রতিনিধি
কমিল্লা-সিলেট আঞ্চলিক মহা-সড়কের দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষিকাসহ একই পরিবারের ২ জন নিহত ও ৪ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
আহত নিহতদের মধ্যে সিএনজি চালক ছাড়া বাকী ৫ জনই একই পরিবারের। ওরা সবাই দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের নিজাম উদ্দিন ফকির বাড়ির অধিবাসী।
শুক্রবার দুপুর ১টায় উপজেলার বড়শালঘর এলাকার একই পরিবারের ৫জন সিএনজি যোগে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে,কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পৌর এলাকার সাইলচর কোড়েরপাড় পৌছানোর পর, পেছন থেকে আসা একটি ট্রাকের চাপায় সিএনজিটি দুমড়ে মুচড়ে পাশ^বর্তী একটি গাছের সাথে ধাক্কা লেগে ওই হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহতরা হলেন দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের নিজাম উদ্দিন ফকির বাড়ির বজলুর রহমানের স্ত্রী উপজেলার ধামতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হাজেরা বেগম (৪৫), বজলুর রহমানের নাতী (আওলাদ হোসেনের ছেলে) আবির (৫)। আহতরা হলেন একই বাড়ির মৃতঃ রহমান হাজীর পুত্র বজলুর রহমান (৬০) বজলুর রহমানের পুত্র আওলাদ হোসেন, আওলাদ হোসেনের পুত্র আশিক (৭) ও সিএনজি চালক দেবীদ্বার পৌর এলাকার উত্তর ভিংলাবাড়ি গ্রামের আব্দুল আলীমের পুত্র শান্ত (২০)। আশংকাজনক অবস্থায় শুক্রবার বিকেলে বজলুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দূর্ঘটনার পর স্থানীয়রা সিএনজি চালক ও একই পরিবারের ৫ যাত্রীসহ ৬জন গুরুতর আহত অবস্থায় প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কুমেক হাসপাতালে নেয়ার পর শিক্ষিকা হাজেরা বেগম (৪০) ও তার নাতী আবির (৫)’র মৃত্যু হয়।
এ ব্যপারে মীরপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন জানান, আমাদের পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত নিহত কাউকে পায়নি। দেবীদ্বার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে যেয়েও কোন তথ্য নিতে পারেনি। দূর্ঘটনায় কবলিত দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি ও ঢাকা-মেট্রো-ট-১৬৫৫১৮ নং এর ট্রাকটি হেফাজতে নিয়ে আসা হয়েছে।