দেবীদ্বার:কুমিল্লা প্রতিনিধি
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)’র সাবেক সভাপতি প্রয়াত অধ্যাপক মোজাফফর আহমদের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালন করা হয়।
মঙ্গলবার দুপুরে কুমিল্লা দেবীদ্বার উপজেলার তাঁর নিজ গ্রাম এলাহাবাদে প্রতিষ্ঠিত ‘চেতনায় মুক্তিযুদ্ধ বাংলাদেশ’র কার্যালয়ের সামনে প্রয়াত নেতার সমাধীতে পূষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ মোঃ) কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত সভাপতি আইভি আহমেদ, কেন্দ্রীয়, জেলা উপজেলার ন্যাপ, সিপিবি ও বিভিন্ন রাজনৈতিকদল,অঙ্গসংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
তিনি উপমহাদেশে প্রগতিশীল রাজনীতিতে আলো ছড়ানো অনন্য ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর বিপ্লবী সরকারের উপদেষ্টা, ১৯৭১-এ ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা মুক্তিযোদ্ধা বাহিনী গঠনের অন্যতম উদ্যোক্তা ছিলেন।