Live Dealer Casino Blackjack There are a lot of reasons why, but first among them is likely the ease of learning how to play and the massive amount of television exposure Texas Hold'em has got in the the last 6-8 years. Games Casino Australia Similar to other slot games, you can choose the amount you wish to bet, and the number of paylines. Blackjack Furniture Birmingham Al
দেবীদ্বার: কুমিল্লা প্রতিনিধি
দেবীদ্বারে নানান আয়োজনের মধ্যে দিয়ে সোমবার সকাল থেকে দিন ব্যাপী জাতীয় শোক দিবস পালন করা হয়।
স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন ও আ’লীগের অঙ্গ সংগঠনসহ সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তর্বক অর্পণ করেন।
পরে রেলীর মাধ্যমে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মোহাম্মদ আলী জিন্নাহ’র সন্ঝালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উন নবী তালুকদার এর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা- ৪ দেবীদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, বিশেষ অতিথি ছিলেন জেলা উত্তর আ’লীগের সাংগঠিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা,থানা অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর, জেলা উত্তর আ’লীগের সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার, সহ-সভাপতি শেখ আবদুল আউয়াল,জেলা উত্তর মহিলা আ’লীগের সভাপতি শিরিন সুলতানা উপজেলার আ’লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মাস্টার ও যুগ্ম সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান ভূইয়া প্রমুখ।
আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠ শেষে স্বাধীনতার মহান স্থপতি শেখ মুজিবুর রহমান ও তার স্বপরিবারের হত্যার দিন ১৫ আগস্ট স্বরন করে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।