(দেবীদ্বার:কুমিল্লা) প্রতিনিধি
নামাজ পড়তে বলায় কথা কাটাকাটি ও পরে হাতাহাতি এবং এলোপাথারি মারধরের ঘটনার একদিন পর আজিজুল ইসলাম হৃদয় (২২)
নামের এক যুবকের মৃত্যু হয় । এ ঘটনায় হত্যার অভিযোগ নিহতের পরিবারের।
নিহত হৃদয় দেবীদ্বার উপজেলা ২নং ইউসুফপুর ইউনিয়ন’র মুগসাইর গ্রামের অটোরিকশা চালক মোঃ লিটন মিয়ার পুত্র ও মুকসাইর এগারগ্রাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর মানবিক শাখার ছাত্র।
শুক্রবার ২ টা ৩০ মিনিটে থানা অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান – নিহতের পরিবার থেকে বৃহস্পতিবার রাত ৯ টার সময় পুলিশ কে জানানে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারন জানা যাবে বলে তিনি জানান।
স্থানীয় ও পারিবারিক সৃত্রে, নিহতের চাচা মোঃ ইসমাইল জানান, নিহত হৃদয় বুধবার যোহর নামাজের সময় পার্শ্ববর্তী পশ্চিম পোমকাড়া গ্রামের আব্দুল মোনাফ’র ছেলে ইদ্রিস(৩৮)কে দেখা পেয়ে নামাজ পড়তে বললে সে ক্ষিপ্ত হয়, নিহত হৃদয়, ইদ্রিস কে লক্ষ্যে করে হাসি মুখে বলে তুরা নামাজ না পড়ে গাজা, নিয়ে ব্যাস্ত থাকিস এ কথা বলায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এসময় ইদ্রিসের একটি আঙুলে আঘাত পায়। এরপর ইদ্রিসের সহযোগী একই এলাকার দেবেন্দ্রনাথ দাসের ছেলে কৃষ্ণ কমল দাসসহ আরও অজ্ঞাত কয়েকজন ক্ষিপ্ত হয়ে হৃদয়কে এলোপাথারি মারধর করে এবং পেটের মধ্যে লাথি মারে।
ঘটনার একদিন পর ২৩ – ০৬ – ২০২২ইং তারিখ বৃহস্পতিবার রাতে নিহত হৃদয়’র পেটের তীব্র ব্যথায় চিৎকার করতে থাকলে পরিবারের লোকজন তাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়ার পথে আনুমানিক সন্ধা-৭:০০ ঘটিকায় তার মৃত্যু হয়।
তবে গত ২২ জুন বুধবার ঘটনার পর থেকে নিহত হৃদয় সব সময় বমি করতো বলে জানা যায়- পরে পেটে তীব্র বেথা ও বমি শুরু হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ রিপোর্টে লিখা পর্যন্ত বিকাল সাড়ে চার টায় পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর অভিযোগ করা হয়েছে বলে পুলিশ জানান তবে রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।