কুমিল্লার দেবীদ্বারে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবীতে বিকেলে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সন্ধ্যায় পুনরায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শণ করছে শিক্ষার্থীরা। শুক্রবার (৯ মে) বিকেল ৩টায় একটি বিক্ষোভ মিছিল ‘কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কসহ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট স্বাধীনতা চত্তরে এশে শেষ হয়। পরে সন্ধ্যায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্তরের সামনে ওই বিক্ষোভ প্রদর্শন করতে থাকে শিক্ষার্থীরা।
অবরোধের কারনে সিলেট- কুমিল্লাগামী, নবীনগর চট্রগ্রামগামী, কোম্পানীগঞ্জ-ঢাকাগামী এবং কুমিল্লাগামী শত শত যান ও মাল পরিহন আটকে পড়ে। এতে দূর্পল্লার যাত্রীদের সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়। বিক্ষোভকারীরা আওয়ামীলীগ নিষিদ্ধের দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। বিক্ষোভকারী শিক্ষার্থীদের নেতৃত্বে ছিলেন, মোহতাদির জারিফ শিক্ত, মো. জহিরুল ইসলাম, মো. সিয়াম ইসরাম, আমিনুল ইসলাম হৃদয়, সাকিব সরকার, সাদেক হোসেন, আজিম পাঠান, তানজিম হোসেন, রুহুল আমিন, মো.মিরাজ, সাইদুর রহমান নিজামী, ইমরান মোল্লা, রাজিবুল ইসলাম মাহদি প্রমূখ। রাত পৌনে ৮ টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত অরোধ প্রত্যাহারের সংবাদ পাওয়া গেছে। তবে অবরোধকারীরা জানান, আওয়ামীলীগ নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকার ঘোষণা দেন।