Free Mobile Slot Games Uk Therefore, invest some time into the research so you could find the best operator that offers good care of its customers. United Kingdom Roulette Wheel Diagram Disregard the potential of online gambling to boost land-based revenues. Canada And Online Gambling
আল্লাহপাকের সন্তুষ্টি লাভ, ইহকাল ও পরকালের মুক্তি এবং ইসলামের মূল আকিদায় জ্ঞান অর্জন করে প্রকৃত সফলতা লাভের উপায় হিসেবে এবং অনৈসলামিক সমাজ ব্যবস্থার সার্বিক পরিবর্তন সাধন করে পবিত্র কুরআন ও সুন্নাহর ভিত্তিতে ইসলামি জীবনব্যবস্থা গড়তে সহায়ক ভূমিকা রেখে প্রতিটি ঘরে ঘরে পবিত্র কোরআনের আলো ছড়িয়ে দেয়ার চেষ্টা করতে হবে। যে কাজটি করছে বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা।
শুক্রবার (১১ এপ্রিল) বিকালে ৩ টায় মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার বার্ষিক ছবক প্রদান ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা ড. মুহাম্মদ হিফজুর রহমান এসব কথা বলেন। ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ নুরুল্লাহর সভাপতিত্বে এবং বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের ছবক প্রদান করেন দেশের স্বনামধন্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ড. মুহাম্মদ হিফজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রবীণ আলেমেদ্বীন দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ মসজিদের খতিব মাওলানা মোঃ ছিদ্দিকুর রহমান, দেবীদ্বার ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আলাউদ্দিন, রাজামেহার ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আবু ইউসুফ, বিশিষ্ট শিক্ষানুরাগী এ.টি.এম মজিবুর রহমান বিএসসি, গল্লাই নবাবপুর আবেদানূর ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সাইদুল ইসলাম, মাওলানা মোঃ রাইহান ছিদ্দিকী প্রমূখ। এসময় আমন্ত্রিত অতিথিরা বার্ষিক পরীক্ষায় বিভিন্ন শ্রেণিতে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্য আলোচকগণ বলেন, মহান রাব্বুল আলামিন একজন ইমানদার ব্যক্তি বেঁচে থাকা পর্যন্ত এ পৃথিবীকে ধ্বংস করবেন না। বর্তমান সময়ে ইমানদার ব্যক্তি তৈরি হওয়ার প্রতিষ্ঠান হলো মাদ্রাসা, অন্য কোনো প্রতিষ্ঠান নয় মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ফেরেশতারা নুরের বিছানা বিছিয়ে দেন, গর্তের পিপীলিকা ও সমুদ্রের মৎস্য তাদের জন্য দোয়া করেন। তাই, আমাদের ছেলে-মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নেই।
শুভেচ্ছা বক্তব্যে প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী বলেন, বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসা তেমনই একটি প্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা দেয়া হবে। এই প্রতিষ্ঠানের নিবেদিত শিক্ষকমন্ডলীর সহচর্যে গড়ে উঠবে আপনার সন্তানের কাঙ্খিত ভবিষ্যৎ। এমনই এক মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছে বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসা।পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ মসজিদের খতিব মাওলানা মোঃ ছিদ্দিকুর রহমান। এসময় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।