7777 Casino Bonus Codes 2025 Only the Money, Multiplier, and Extra Spin symbols are in play during the respin round. Bingo Rochester Ireland As of today, only Michigan, New Jersey, and Australia have a live dealer section available for US players. Bet Online Casino Bonus
কুমিল্লার দেীদ্বারে মোবাইল ফোনে ছবি তোলাকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে দোকান ও মটর সাইকেল ভাঙচুরসহ অন্তত: ১০ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। মারাত্মক আহত দু’জনকে দেবীদ্বার উজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে শনিবার (১৫ জুন) রাত সোয়া ৯টা থেকে মধ্য রাত পর্যন্ত উজেলার ৮নং জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামে।
স্থানীয়রা জানান, বারুর গ্রামের জমাদার বাড়ির সাঈদ(৩৫) জব্বার মেম্বার বাড়ির দেলোয়ার(৪৫) এবং মাস্টার বাড়ির শরিফ(৫৩)সহ মিলে কয়েকজন ছেনাগাজীর বাড়ির মোস্তফার মোবাইল দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় মোস্তফা তাদের ছবি তোলেন। এসসয় সাঈদ, দেলোয়ার, শরিফ ছবি তোলার কারন জিজ্ঞেস করতে এলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি, হাতা হাতি এবং মারামারি শুরু হয়। এসময় মোস্তফার মোবাইল দোকান ভাঙচুর করে ব্যপক ক্ষতি সাধন করে। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে মোস্তফাসহ অন্তত: ৮/৯ জন আহত হয়। মারাত্মক আহত মোস্তফাকে স্থানীয়রা উদ্ধার করে সিএনজি যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে প্রতিপক্ষের ১০/১৫জন সংঘবদ্ধ হয়ে হাসপাতাল নেয়ার পথে আবারো হামলা চালায়। এসময় মোস্তফার ভাই শান্ত(২৫) মোটর সাইকেল যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে তার উপরও হামলা চালায়। তাকে বেধরক পিটিয়ে এবং মাথা ফাটিয়ে তার মোটর সাইকেলটি ভাংচুর করে পাশ্ববর্তী পুকুরে ফেলে দেয়।
সংবাদ পেয়ে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআ) মাহাবুব এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং ভাংচুর করে পানিতে ফেলে দেয়া শান্তর মোটর সাইকেলটি উদ্ধার করেন।
আহতরা প্রাথমিক চিকিৎসা সেবা নিলেও মোস্তফা এবং তার ভাই শান্তকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকরা হয়।
এ ব্যপারে হামলাকারীদের কারোর সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে আহত মোস্তফা জানান, ছবি তোলাকে ইস্যু করে পূর্ব শত্রুতার জেরে হামলা চালিয়ে আমার দোকান ও মোটর সাইকেলের ব্যপক ক্ষতি সাধন করে।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া জানান, দু’পক্ষের হামলার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে আছে। কেউ অভিযোগ করলে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেব।