Free Mobile Slot Games Uk Therefore, invest some time into the research so you could find the best operator that offers good care of its customers. United Kingdom Roulette Wheel Diagram Disregard the potential of online gambling to boost land-based revenues. Canada And Online Gambling
‘শেখ হাসিনার বারতা নারীপুরুষ সমতা- নারীর সমধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় র্যালী, আলোচনা সভা এবং নারী উদ্যোক্তাদের চেক বিতরনের মধ্য দিয়ে পালিত হয়। শুক্রবার সকার ১১টায় দেবীদ্বার উপজেলা হলরোমে আয়োজিত নারী দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে এবং আবেদা- মান্নান ফাউন্ডেশনের সিইও এটিএম সাইফুল ইসলাম মাসুম’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, আবেদা-মান্নান ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক মোরশেদ আলম ভূইয়া, মহিলা আওয়ামীলীগ উপজেলা সহ-সভাপতি সামসুন্নাহার, মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী কর্মকর্তা রমজান হোসেন, আইজিএ প্রকল্পের সাবেক প্রশিক্ষক ফারজানা আক্তার, শিক্ষার্থী মারিয়া ভূইয়া প্রমূখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নারী দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭২ সালের প্রণীত সংবিধানে নারীর সার্বিক উন্নয়ন ও ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং নারী- পুরুষের মর্যাদা সমুন্নত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিলেন। আজ তারই কণ্যা বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী ক্ষমতায়নে উজ্জ্বল দৃষ্টান্ত এখন বাংলাদেশ। যা বিশ্বের অনেক দেশের কাছেই রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সময়ের সাথে পাল্লা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। নারী উন্নয়ন, নারী ক্ষতায়ন, নারীর সমধিকার, সমসুযোগ বিকাশে কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীরা আজ রাজনীতিতে, অর্থনীতিতে, খেলাধূলায়, বিজ্ঞান- গবেষনায়- আবিষ্কারে, প্রশাসনে, পররাষ্ট ও আইনশৃংখলা রক্ষাসহ সর্বক্ষেত্রে অবদান রাখছে। আলোচনা শেষে দুইজন নারী উদ্যোক্তা কনিকা মৌসুমি ও কানিজ ফাতেমার দলকে ৫ লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।