1 000 A Month On Online Gambling Who said that trolls must necessarily be terrible and awful. Winning Slot Machines I understand how machines work and how to discover the games that provide the best mathematical return. Casino Online Btc
দেবীদ্বার মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুকতল হোনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে সাংবাদিক সন্মেলন করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। মঙ্গলবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমতির সভাপতি মফিজ উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমানের লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ১৫ মার্চ মাশিকাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকতল হোসেন ওই স্কুলের ১০ম শেণীর ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ভিক্টিমের বাবা বাদী হয়ে দেবীদ্বার থানায় প্রধান শিক্ষককে আসামী করে নারী ও শিশু নির্যাতন মামলা করেন। অপর দিকে এ ঘটনায় শিক্ষককে অবরুদ্ধ করে রাখলে পুলিশ উদ্ধার করতে গিয়ে পুলিশ হামলার শিকার হন,এতে ত্রিমুখী সংঘর্ষ হলে পুলিশসহ ১০ জন গুলিবিদ্ধ হয়, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২১০জনকে অভিযুক্ত করে মামলা করলে প্রধান শিক্ষকসহ ১৭ জনকে কারাগারে পাঠায়। এতে প্রধান শিক্ষক মুকতল হোসেন ছাড়া বাকীরা জামিনে এলে প্রধান শিক্ষক কারাগারে রয়েছে।