On Line Casinos Australia The free spins winnings have a WR of 60x and a max cashout limit of 5x. Blackjack City Casino No Deposit Bonus Codes For Free Spins 2025 WV gamblers can contact the operators support team through live chat, phone, and contact forms. Live Online Roulette Casinos
নিজস্ব প্রতিবেদক
দেবীদ্বারে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে নিঃস্ব হলেন দরিদ্র রিক্সা চালক; পাশে দাড়ালেন আমেরিকা প্রবাসী শেখ রাসেল ফাউন্ডেশন ইউএস শাখার সভাপতি মানবতার ফেরিওয়ালা ডাঃ ফেরদৌস খন্দকার।
অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে রোববার দিবাগত রাত ১০টায় দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের চান্দ বক্সের বাড়ির দরিদ্র রিক্সা চালক বাবুল মিয়ার ঘরে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজন। স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনার পরই সংবাদ পেয়ে মুরাদনগর থেকে একটি দমকল বাহিনীর দল আসেন।
রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দরিদ্র রিক্সা চালক বাবুল মিয়ার ঘরে আগুন লেগে সর্বশান্ত হওয়ার সংবাদ প্রচার হয়। ওই সংবাদে আমেরিকা প্রবাসী ‘শেখ রাসেল ফাউন্ডেশন ইউএস শাখা’র সভাপতি মানবতার ফেরিওয়ালা ডাঃ ফেরদৌস খন্দকার সেল ফোনে শেখ রাসেল ফাউন্ডেশন দেবীদ্বার শাখার কর্মকর্তাদের তার পাশে দাড়াবার নির্দেশ দেন।
সোমবার সকাল ৭টায় শেখ রাসেল ফাউন্ডেশন দেবীদ্বার শাখার সদস্য সচিব মোঃ আব্দুর রহমান বাবলু ভ‚ঁইয়ার নেতৃত্বে একদল কর্মী ওই দুস্থ্য ও অসহায় পরিবারে জন্য মাস ব্যাপী খাদ্য সংকট নিরসনে চাউল, ডাল, আলু, তৈল, আটা, পেঁয়াজ রসুন, মসলা, সাবানসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও সকালে নাস্তা সরবরাহ করেন। এসময় শেখ রাসেল ফাউন্ডেশন দেবীদ্বার শাখার নেতৃবৃন্দ ডাঃ ফেরদৌস খন্দকারের বরাত দিয়ে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ্য ঘর নির্মাণ করে দেয়ার ঘোষণা দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, শেখ রাসেল ফাউন্ডেশন দেবীদ্বার শাখার উপদেষ্টা সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, যুগ্ম- আহবায়ক শাহিনুর আক্তার লিপি, ইউনুছ শান্ত, সূজিত পোদ্দার, একে শিপলু খান, মোঃ মনির হোসেন, মোঃ নাসিম সরকার প্রমূখ।
এ ছাড়াও সোমবার দুপুরে দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক-উন-নবী তালুকদার’র নেতৃত্বে একটি দল ক্ষতিগ্রস্থ্য বাবুল মিয়ার পোড়াবাড়ি পরিদর্শনে যান। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক-উন-নবী তালুকদার গৃহনির্মানের প্রয়োজনীয় টিন ও ১৭ হাজার টাকা বরাদ্ধের ঘোষণা দেন।
এছাড়াও জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ জাহিদুল আলম ক্ষতিগ্রস্থ্য পরিবারের খোঁজ খবর নিয়ে তাদের বস্ত্র কেনার জন্য পাঁচ হাজার টাকা এবং আসবাব সামগ্রী কিনতে হোসেনপুর প্রবাসী যুববন্ধু সংগঠনের প্রধান উপদেষ্টা অলিউল্লাহ সওদাগর ২০ হাজার টাকা প্রদান করেন।
গ্রামবাসী জানান, পরিবারটি আর্থিকভাবে অসচ্ছল। তার কোন ছেলে সন্তান বা উপার্জনক্ষ লোক নেই। ২ মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়েরা তাদের স্বামীর বাড়িতে থাকে। গৃহকর্তা বাবুল মিয়ার সম্পদ বলতে এই আধাশতক জমির উপর ঘরটিই ছিল, তার আর কোন সম্পদ নেই। রিক্সা চালিয়েই সংসার চালাত। আমরা গ্রামবাসী চাঁদা দিয়ে তার গৃহনির্মানসহ প্রয়োজনীয় সামগ্রী দিয়ে পাশে থাকব।
ক্ষতিগ্রস্থ পরিবারের গৃহকর্তা মোঃ বাবুল মিয়া জানান, আমি ও আমার স্ত্রী পাশের বাড়িতে দাওয়াত খেতে যাই। ওখান থেকেই আমার ঘরের চালার উপর আগুনের লেলিহান শিখা দেখে দৌড়ে এসে দেখি আগুন আমার সারা জীবনের অর্জিত সম্পদ পুড়ে ছারখার করে দিয়েছে। এখন আমি কোথায় থাকব, কি করব, কি খাব ? তা নিয়েই দিশেহারা, আমি এখন পথের ভিখারী।
দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক-উন-নবী তালুকদার বলেন, আগুনে ক্ষতিগ্রস্থ্য পরিবারের খোঁজখরব নিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা তার গৃহ নির্মানে টিন এবং আপদকালীন সময়ে আর্থিক সংকট নিরসনে ১৭ হাজার টাকা বরাদ্ধ দেয়ার ঘোষণা দিয়েছি।