1 000 A Month On Online Gambling Who said that trolls must necessarily be terrible and awful. Winning Slot Machines I understand how machines work and how to discover the games that provide the best mathematical return. Casino Online Btc
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার দেবীদ্বারে সার বিক্রয়ে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে এক সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে ৩ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
রোববার সন্ধ্যায় উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর বাজারের সার ডিলার হাজী মোঃ শাহ আলমের দোকানে অভিযান চালিয়ে ওই জেল জরিমানা আদায় করা হয়।
ওই ইউনিয়নের সার ডিলার দির্ঘদিন যাবত অতিরিক্ত মূল্য আদায়ে সার বিক্রয় করে আসছিলেন।
উল্লেখ্য সুবিল ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান সারওয়ার হোসেন মুকুল ভূইয়া গত ১১ ফেব্রæয়ারী সার ডিলারকে সতর্ক করে বলেন, এখন থেকে সার দোকানের সামনে লাল ব্যানারে সারের মূল্য তালিকা প্রদর্শন এবং কৃষকরে কাছে সার বিক্রয় করার সময় রসিদের মাধ্যমে টাকা গ্রহন করতে হবে। ওয়াহেদপুর গ্রামের কৃষক মোঃ জামাল ভ‚ঁইয়া ওই ডিলার থেকে ১১শত ৩০ টাকার সার কিনেন, তখন তিনি সার ক্রয়ের রসিদ দাবী করেন। সার ডিলার তখন সারের মূল্য ৮শত টাকা রেখে বাকী ৪৩০ টাকা ফেরত দেন। ওই ঘটনার সংবাদ স্থানীয় কৃষকদের মাঝে ছড়িয়ে পড়লে সার কিনতে আসা প্রত্যেক কৃষকই রসিদ দাবী করেন। এই পরিস্থিতিতে সার ডিলার গত এক সপ্তাহ ধরে সার সংকট দেখিয়ে সার বিক্রয় বন্ধ করে দিয়েছেন।
রোববার সকালে প্রায় কয়েকশত কৃষক সারের দাবীতে ওয়াহেদপুর বাজারে সার ডিলারের দোকানের সামনে অবস্থান নেন। এক পর্যায়ে স্থানীয়দের চাপে পড়ে ডিলার মোঃ শাহ আলম সার গুদাম খুললে সেখানে অনেক সার মজুদ দেখতে পান।
সংবাদ পেয়ে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আশিক-উন-নবী তালুকদার ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোঃ আব্দুর রউফ একদল পুলিশ নিয়ে ওয়াহেদপুর বাজারে সার ডিলারের কার্যালয়ে অভিযান চালান। উপস্থিত স্থানীয় কৃষকদের কাছ থেকে স্বাক্ষ-প্রমাণ নিয়ে সার ডিলার হাজী মোঃ শাহ আলমকে অতিরিক্ত মূল্যে সার বিক্রয়ের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রমে কারাদন্ডের রায় প্রদান করেন।
সন্ধ্যা সাড়ে ৬টায় জরিমার টাকা পরিশোধ করে সার ডিলার ছাড়া পান। সন্ধ্যা পৌনে ৭টায় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোঃ আব্দুর রউফ জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেন।