Constanta Casino Review And Free Chips Bonus There are three different scatter symbols in this slot and these are represented by Columbus' ships the Nina, Pinta, and Santa Maria. Betsamigo Casino No Deposit Bonus 100 Free Spins The top two highest-value symbols are the Showgirl and the Slot Fathers top underling. No Wagering Free Spins Canada
শফিউল আলম রাজীব দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি//
কুমিল্লার দেবীদ্বারে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪ টায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের ৬নং বিটে এলাহাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিট অফিসার এসআই নাজমুল হাসান’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)কাজী আব্দুর রহীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) মোঃ আরিফুর রহমান।
এছাড়াও উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বর্তমান ইউপি চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ সিরাজুল ইসলাম, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুল ইসলাম। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ দুলাল মিয়া। হাতপাখা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোঃ কাদের। এসআই ইখতার হোসেন সহ ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের বর্তমান ও আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মেম্বার প্রার্থী গন।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে, কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)কাজী আব্দুর রহীম বলেন, নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে যা যা করার তা সবকিছুই করা হবে। আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা করতে এবং কর্মী-সমর্থকরা যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে সেদিকেও খেয়াল রাখার আহ্বান জানান প্রার্থীদের।
তিনি আরো বলেন, জয় পরাজয় থাকবেই জনগণের ভোটে জয় পরাজয় যাই হোক না কেন তাই আপনাদের মেনে নেয়ার মানসিকতা তৈরি করতে হবে। কেউ কোনো রকম সহিংসতা ঘটাতে চাইলে তা শক্ত হাতে দমন করা হবে। সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে কুমিল্লা জেলা পুলিশ বদ্ধপরিকর।