First Casino In United Kingdom Having won a little money, many users, dazzled by the desire to win big, fall into this trap and can no longer imagine their lives without gambling. Play For Free Win Real Money Bingo Uk Again you can review them with no deposit using the fun play mode. Zeus Vs Hades App Review
শফিউল আলম রাজীব দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি //
দেবীদ্বার রূপসী বাংলা মডেল স্কুল এন্ড কলেজ’র বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
অত্র স্কুল এন্ড কলেজে’র ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা মোঃ জামাল হোসেন’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি রবিবার সকাল ১০টায় পৌরসভার ছোট আলমপুরে অবস্থিত রূপসী বাংলা মডেল স্কুল এন্ড কলেজের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন কুমিল্লা উত্তর জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ মোক্তল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার ইউনিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সভাপতি মোঃ মাহমুদুল হাসান। অত্র প্রতিষ্ঠানের সহ-সভাপতি মোঃ শাহ জালাল মিন্টু। দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ’র ছাত্রলীগ সভাপতি মোঃ বিল্লাল হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোসাম্মদ শাহানা আক্তার। অভিভাবক প্রতিনিধি আব্দুল মতিন মুন্সি। সিনিয়র শিক্ষক মোঃ মাজহারুল ইসলাম, সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া, হামিদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, একজন শিক্ষিত মা পারে সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলতে, কেননা শেখার প্রথম ধাপ হচ্ছে পরিবার। যেখানে বাবার কর্মব্যস্ততার কারণে বাবার চেয়ে মাকেই বেশি পাশে পায় সন্তানেরা। পাশাপাশি সন্তান কে প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদানের জন্য কোন না কোন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করাতে হয়, তাই সন্তানদের প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদানের লক্ষ্যে দেবীদ্বার রূপসী বাংলা মডেল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। যেখানে আপনার সন্তানকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদান করা হবে এবং একজন মানবিক সৎ ও নিষ্ঠাবান মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক-শিক্ষিকারা বদ্ধপরিকর।