1 000 A Month On Online Gambling Who said that trolls must necessarily be terrible and awful. Winning Slot Machines I understand how machines work and how to discover the games that provide the best mathematical return. Casino Online Btc
দেবীদ্বারে ‘ইক্বরানগরী মাদানীয়া ইসলামিয়া মাদ্রাসা’র উদ্যোগে মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী ্দযাপন উপলক্ষে আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার ও ৯ জন হাফেজকে পাগরী পড়ানো ও গুণীজনদের ক্রেষ্ট উপহারে সম্মাননা প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুরে দেবীদ্বার পৌর এলাকার ইক্বরানগরী মাদানীয়া ইসলামিয়া মাদ্রাসা’ মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘ইক্বরানগরী মাদানীয়া ইসলামিয়া মাদ্রাসা’র অধ্যক্ষ ও দামামা শিল্পী গোষ্ঠী’র প্রতিষ্ঠাতা মাওলানা ক্বারি রফিকুল্লাহ সাদী আল আযহারী’র সভাপতিত্বে এবং মাওলানা সাকিল আহাম্মদ খান’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিউম্যান এ্যাপিল বাংলাদেশ’র চেয়ারম্যান শায়েখ নূর মোহাম্মদ (নূর বদি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, সৌদী আরব’র কুমিল্লা প্রবাসী তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক সম্পাদক সাংবাদিক রুস্তম খান, মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ গোলাম নবী, দেবীদ্বার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহকারী শিক্ষক ক্বারি মাওলানা আলহাজ¦ আব্দুল কাদের, সাংবাদিক শাহিন আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ ও দামামা শিল্পী গোষ্ঠী’র উপ-নির্বাহী পরিচালক মাওলানা দ্বিন মোহাম্মদ দিদার, মাওলানা এইচ,এম, কামাল হোসাইন, হাফেজ গোলাম সারোয়ার পারভেজ, হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ প্রমূখ।
আলোচনা শেষে ৯ জন হায়েজকে পাগড়ি পড়িয়ে এবং ক্রেষ্ট প্রদান ও মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীতে ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
গুণী সংবর্ধনায় সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় ইসলামি শিক্ষা প্রসারে অবদান রাখায় দেবীদ্বার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহকারী শিক্ষক ক্বারি মাওলানা আলহাজ্ব আব্দুল কাদের, শিক্ষা ও সমাজ গঠনে বিশেষ ভ‚মিকা রাখায় আলহাজ¦ ইসমাইল হোসেন খান, করোনা মহামারিতে বিশেষ অবদান রাখায় ডাঃ মোবারক হুসাইন খান, শিক্ষা ও ইসলামি সংস্কৃতির প্রচারে ভূমিকা রাখায় মাওলানা ক্বারি রফিকুল্লাহ সাদী আল আযহারী।