Live Dealer Casino Blackjack There are a lot of reasons why, but first among them is likely the ease of learning how to play and the massive amount of television exposure Texas Hold'em has got in the the last 6-8 years. Games Casino Australia Similar to other slot games, you can choose the amount you wish to bet, and the number of paylines. Blackjack Furniture Birmingham Al
ভূমিহীন নেতা আব্দুল বাতেন সরকারের সভাপতিত্বে এবং প্রবীণ রাজনীতিক মোঃ হান্নান মূন্সীর সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আরিফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘নিজেরা করি সংস্থা’ চট্রগ্রাম বিভাগীয় প্রশিক্ষক সবিতা রানী তালুকদার, ‘নিজেরা করি সংস্থা’ কুমিল্লা জেলা সমন্বয়ক আব্দুল জব্বার, রসুলপুর উপ-কেন্দ্রের কর্মী সুপ্রিয়া মন্ডল, উজ্জল হোসেন, ভ‚মিহীন নেতা মোঃ আবু মিয়া, মনোয়ারা বেগম, নাজমা বেগম প্রমূখ।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ আজ লুটেরা, দূর্নীতিবাজ, ঘূষখুরদের নিয়ন্ত্রনে। দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান এখন কঠিন সংকটে, তেল-গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধির ফলে সাধারন মানুষ আজ দিশেহারা, ভূমিহীন ও দরিদ্র জনগোষ্ঠীর বরাদ্ধ আজ লুটেরাদের পেটে। গনতন্ত্রের ভোট আজ কালোটাকা, মাসেলবাহিনী, ভোট ডাকাত আর ঘূষখুর প্রশাসনের বাক্সে। চুরি, ডাকাতী, মাদক- সন্ত্রাস, যৌতুক- বাল্য বিয়ে- ইভটিজিং, জবরদখল, গুম- খুণ, ধর্ষণ, অপহরন, নারী নির্যাাতন বিচারহীন সংস্কৃতির লাল ফিতায় বন্ধী। ধর্মান্ধ মৌলবাদীদের আষ্ফালনে মুক্তিযুদ্ধের চেতনা কারারুদ্ধ। শিক্ষা ব্যবস্থায় মৌলবাদী জঙ্গীগোষ্ঠীর আচরে প্রকৃত শিক্ষা আজ উঠে গেছে। এ অবস্থা থেকে পরিত্রান পেতে ধর্মান্ধ মৌলবাদীদের রাজনীতি নিষিদ্ধসহ ৭২’র সংবিধান পুন প্রতিষ্ঠা করতে হবে। শ্রমজীবী মানুষ এবং বেকারদের কর্মসংস্থানসহ সাধারন মানুষের মুক্তির লক্ষ্যে রাষ্ট্রব্যবস্থার পরিবর্তণ এনে ভাত এবং ভোটের লড়াই নয়, আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় শোষণহীন তথা সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা কায়েম করতে হবে।
বিশেষ আলোচক দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আরিফুর রহমান বলেন, ১৯৭১সালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশের আপামর জনগোষ্ঠী মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে দেশ স্বাধীন করে আজ আমরা বঙ্গবন্ধুর কণ্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। এলাকার আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনী যেভাবে দেশ মাতৃকাকে মুক্ত করতে ঝাপিয়ে পড়েছিল, আজও আমরা জনতাই পুলিশ- পুলিশই জনতা এ শ্লোগানকে সামনে রেখে দেশের আইনশৃংখলা নিয়ন্ত্রনে ঐক্যবদ্ধ হয়ে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন শোষণহীন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায়ও আমরা কাজ করে যাচ্ছি।
সম্মেলনে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান নিজেরা করি সংস্থা চট্রগ্রাম বিভাগীয় সংগঠক সবিতা রাণী তালুকদার।
১১ সদস্যের নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন, সভা প্রধান- মোঃ বাতেন সরকার, সহ-সভা প্রধান- রোকেয়া বেগম, সাধারন সম্পাদক- মোঃ হান্নান মূন্সী, সহ-সাধারন সম্পাদক- মনোয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক- মোঃ আবু মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক- নাছিমা বেগম, প্রচার সম্পাদক- মোঃ মনির হোসেন, সদস্য- নাজমা বেগম, মোঃ জামাল হোসেন, পুতুল রাণী বর্মণ, মোঃ রফিজ উদ্দিন।
সম্মেলনের শুরুতে ভূমিহীন আঞ্চলিক সাংস্কৃতিক দলের পরিবেশনায় গনসঙ্গীত এবং সম্মেলন শেষে নাটক ‘প্রতিবাদ’ পরিবেশন করা হয়।