United Kingdom Casino Roulette Ive also compiled a sizeable wedge of information on live online casinos, which might be up your alley. Newport Vancouver Casino This option can be adjusted with the help of control panel located below the reels of Electric Sam slot online. Slot Games With Free Spins Uk
নিজস্ব প্রতিবেদক //
কুমিল্লার দেবীদ্বারে সিএনজি চালিত অটোরিকশা ও মোটর চালিত রিকশা থেকে জিপি নামে চাঁদাবাজি (অতিরিক্ত ফি) বন্ধের দাবিতে চালকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা ড্রাইভার সমিতি ও মোটর চালক লীগের আয়োজনে, উপজেলা পরিষদ প্রাঙ্গণে শত শত চালকদের উপস্থিতিতে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা মোটর রিক্সা শ্রমিকলীগ সভাপতি আঃ হালিম, উপজেলা শ্রমিক লীগ’র সদস্য সচিব কাউছার হায়দার, অটোরিকশা চালক মোঃ খাইরুল ইসলাম, আবুল হাসেম প্রমুখ।
চালকরা তাদের বক্তব্যে বলেন, পৌরসভার ইজারা মোতাবেক যেখানে প্রতি টিপে ৫টাকা জিপি নেয়ার কথা, সেখানে আমাদের থেকে আদায় করছে ৪০ থেকে ৬০টাকা। টাকা না দিলে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর ও লাঞ্ছিত করে আসছে। তারা আরো বলেন, আমরা আমাদের ষ্ট্যান্ড ব্যতীত উপজেলার অন্য যে কোন সড়ক দিয়ে আসতে গেলে সেখানেও জিপি নামক চাঁদা দিতে হয়। এমনকি জরুরী রোগী নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকতে গেলেও একশত গজের ভেতরে ৪০ টাকা করে দুইবার জিপি দিতে হয়। আমাদের মধ্যে যারা ভাড়ায় সিএনজি চালায় তাদের মালিককে ভাড়া বাবত দিতে হয় ৫শত টাকা, প্রতিদিন জিপি দিতে হয় ৩শত টাকা, নিজের পকেট খরচ আছে ২শত টাকা সব মিলিয়ে এক হাজার টাকাও উপর্জন করতে পারিনা। বৌ বাচ্চানিয়ে না খেয়ে থাকতে হয়। এ অবস্থার পরিবর্তন চাই।
এছাড়াও রেজিষ্ট্রেশন ফি ১ হাজার ৫শত টাকা থেকে ২হাজার ৫শত টাকা, ট্রাফিক, হাইওয়ে ও থানা পুলিশের জন্য মাসিক ৪৫০টাকা, থানার ডিউটি নামে একমাস পর পর প্রতি সিএনজি থেকে ২৫০টাকা করে আদায় করা হয়।
এসময় দেবীদ্বার পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কাশেম চেয়ারম্যান চালকদের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি ক্ষতিয়ে দেখে সঠিক ব্যাবস্থা গ্রহনের জন্য অনুরোধ করেন।
বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উন-নবী তালুকদার আন্দোলনকারীদের সাথে কথা বলেন। আন্দোলনকারীদের নেতৃবৃন্দ ও যারা অনিয়মে অতিরিক্ত জিপি আদায় করছে তাদেরকে সাথে নিয়ে আগামী রবিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করার আশ্বাস দিলে তারা সমাবেশ শেষ করেন।