On Line Casinos Australia The free spins winnings have a WR of 60x and a max cashout limit of 5x. Blackjack City Casino No Deposit Bonus Codes For Free Spins 2025 WV gamblers can contact the operators support team through live chat, phone, and contact forms. Live Online Roulette Casinos
শফিউল আলম রাজীব দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি//
দূর্নীতি প্রতিরোধে সবার আগে নিজেকে বদলাতে হবে, তারপর রাজনৈতিক সিদ্ধান্তসহ সামাজিক আন্দোলন জোরদার ও দূর্নীতিমুক্ত মানষিকতায় গড়েতোলা ভবিষ্যৎ প্রজন্মের তরুণদেরই দূর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং ইউএনও’র সভাকক্ষে আয়োজিত ১৮তম আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদানকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা(উঃ) জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ ওই বক্তব্য তুলে ধরেন।
তিনি বলেন, বিশ্বব্যাপী দূর্নীতি একটি মহামারি হিসেবে চিহ্নীত হলে, দূর্নীতি দমন, নিয়ন্ত্রণ এবং প্রতিরোধের লক্ষ্যে জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করা হয়।
২০০৪ সালের ৯ মে ঢাকা সেগুনবাগিচায় দূর্নীতি দমন কমিশন কার্যালয় উদ্ভোধন এবং একজন চেয়ারম্যান ও দুইজন কমিশনার নিয়ে স্বায়ত্বশাসিত (স্বতন্ত্র) প্রতিষ্ঠান হিসেবে দূর্নীতি দমনে দাপ্তরিক কার্যক্রম শুরু করে। সরকারী কর্মকর্তা ও দপ্তরে দূর্নীতি প্রতিরোধে স্বচ্ছতা আনয়নে ২০১৬সালের ২৭ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন(দুদক)’র পক্ষ থেকে দিবসটি সরকারীভাবে পালনের অনুরোধ জানিয়ে মন্ত্রীপরিষদ বিভাগে একটি পরিপত্র প্রেরন করেন। ওই পরিপত্রের আলোকে ২০১৭সালের ১৮ জুলাই দিবসটি সরকারীভাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং ২০১৭ সালের ৯ ডিসেম্বর থেকে দিবসটি সরকারীভাবে পালিত হয়ে আসছে। গত কয়েক বছরে দুদকে দায়ের করা মামলাগুলোর প্রায় ৭৮% সফলভাবে সম্পাদন হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক-উন-নবী তালুকদার’র সভাপতিত্বে এবং উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক হাজী আমির উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশীদ’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা(উঃ) জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, জেলা পরিষদ সদস্য ও নারী নেত্রী শিরিন সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ,কে,এম আলী জিন্নাহ, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, মফিজ উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, ভিড়াল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহীম ভূইয়া, হাজী আবিদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, আরপি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিনোদ চন্দ্র সরকার প্রমূখ।
সভার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক-উন-নবী তালুকদার বলেন, দূর্নীতি শুধু আর্থিক বিষয়ের উপর নির্ভর নয়, সামাজিক, রাজনৈতিক এবং বিচারহীনতার সংস্কৃতির উপরও নির্ভর করে। দূর্নীতি রোধে প্রতিটা ব্যাক্তির সদিচ্ছা এবং বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে।
ওই আলোচনায় সভায় স্বাগতিক ব্যক্তব্য রাখেন – উপজেলার দুর্নীনিতি প্রতিরোধ কমিটির সভাপতি – খন্দকার নরুজ্জামন বিপ্লব। আলোচনা সভার আগে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক-উন-নবী তালুকদার জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটির সূচনা করেন।