শফিউল আলম রাজীব দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি//
কুমিল্লা দেবীদ্বারে স্বেচ্ছাসেবক লীগের কুইক রেসপন্স-৭১ টিমের সদস্যদের, করোনা মহামারীতে মানবিক সহযোগিতায় অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করা হয়। শনিবার রাতে স্বেচ্ছাসেবক লীগ কর্মীরা কক্সবাজার আনন্দ ভ্রমণে থাকাবস্থায়, কক্সবাজারের গ্রীন প্যালেস হোটেলের কনফারেন্স হল রুমে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রৌশন আলী মাস্টারের ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম’র সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য মোঃ আশিকুল হক জয়’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা কুইক রেসপন্স স্বেচ্ছাসেবকলীগ-৭১ টিম’র প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও মুজিব আদর্শের সৈনিক মানজিল হাসান আলিম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আল-আমিন সাদ্দাম। এছাড়াও অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সুমন, আশেকে এলাহী, মাজহারুল ইসলাম, রানা, ইশতিয়াক রাশেদ সহ সম্মাননা প্রাপ্ত স্বেচ্ছাসেবক লীগ কর্মীরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য সচিব মোঃ মিজানুর রহমান বলেন, আজকের এই ক্রেস্ট আপনাদের প্রাপ্য। কারণ যখন মানুষ ঘর থেকে বাইরে বের হতে ভয় পেত, করুণা আক্রান্ত রোগীর পাশে কেউ যেতো না, তখনই দেবীদ্বার উপজেলা কুইক রেসপন্স স্বেচ্ছাসেবকলীগ-৭১ টিম জীবনের ঝুঁকি নিয়ে করুণা আক্রান্ত রোগীদের অক্সিজেন ও ঔষধ সরবরাহ করেছেন। অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দিন-রাত পরিশ্রম করে ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন। স্বাস্থ্যসচেতনতায় পথচারীদের মাঝে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন। আমি আশা করব আজকের এই সম্মাননা আপনাদের কাজের অনুপ্রেরণা জোগাবে। তিনি আরো বলেন, আমরা কি পেলাম না পেলাম তা বড় কথা নয়, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এটাই সবচেয়ে বড়কথা। আগামীদিনে দেবীদ্বারকে আলোকিত করতে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে মানুষের কল্যাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব ইনশাল্লাহ ।