শফিউল আলম রাজীব দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি//
কুমিল্লা দেবীদ্বারে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ’র সদস্য সচিব মোঃ মিজানুর রহমান’র সভাপতিত্বে এবং সদস্য আসিকুল হক জয়’র সঞ্চালনায় পৌর আওয়ামী লীগ’র কার্যালয়ে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব ও মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাজী আবুল কাশেম চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ’র সদস্য মোঃ আব্দুল্লাহ আল-কাইয়ুম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য হাজী তুহিন। এছাড়াও অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ উপজেলা সদস্য সচিব মোঃ কাউছার হায়দার, মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী আলাউদ্দিন, পৌর আওয়ামী লীগ’র যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য, রানা, সবুজ প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য সচিব ড.আহসানুল আলম সরকার কিশোর বলেন, আওয়ামী লীগ একটি আদর্শিক সংগঠন। জয়বাংলা ধানের শীষের লোকেরা আওয়ামী লীগের সাইনবোর্ড লাগিয়ে সন্ত্রাসী-চাঁদাবাজি করবেন তা কখনো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা মেনে নেবে না। দোয়া ও মিলাদ মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মাওলানা আওলাদ হোসেন মুরাদী। শফিউল আলম রাজীব ০১৯২১৭৭৩২১৬ ২৮-০৯-২০২১ইং