Free Mobile Slot Games Uk Therefore, invest some time into the research so you could find the best operator that offers good care of its customers. United Kingdom Roulette Wheel Diagram Disregard the potential of online gambling to boost land-based revenues. Canada And Online Gambling
মধু মাসের (জৈষ্ঠ) মধু ফল, ঋতুর গোস্যায় শ্রাবন মাস। (কারন আমাদের সেই প্রচলিত ৬ ঋতুর বাংলাদেশ পরিবেশ বিপর্যয়ে বিলুপ্ত প্রায়) এখন ফলের ঋতুর ফলের মাস। এ ঋতুতে দেবীদ্বার উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের কৃতি সন্তান ইতালি প্রবাসী মোশাররফ হোসেন এগিয়ে এলেন দেবীদ্বার সরকারি শিশু পরিবারের পাশে। এতিম শিশুদের মধু মাসের মধু ফল ‘আম’ খাওয়াবার উদ্যোগ নেন। সেই উদ্যোগ বাস্তবায়নে এগিয়ে এলেন সাংবাদিক আক্তার হোসেন, সাংবাদিক সাইফুদ্দিন রনী ও সাংবাদিক পারভেজ। তাদের সহযোগীতায় এবং ইটালী প্রবাসী মোশাররফ হোসেনের অর্থায়নে দেবীদ্বার সরকারি শিশু পরিবারে সদস্যরা আম খাওয়ার উৎসবে মেতে উঠেছে এক অনাবিল আনন্দে।
ওদের এ আনন্দে আমিও ভাগ বসালাম। সোমবার (২৮ জুলাই) বিকেলে সরকারী শিশু পরিবারে এতিম, অনাথ ও অসহায় শিশুদের সাথে আম খাওয়া উৎসবে বেশ আনন্দ উপভোগ করলাম। এসব এতিম, অনাথ ও অসহায় শিশুদের কত কিছু খেতে ইচ্ছে করে,কত জায়গায় ঘুরতে ইচ্ছে করে, উপভোগ করতে ইচ্ছে করে। কত কিছু পেতে ইচ্ছে করে। সর্বোপরি মা’ বাবা’র আদর সোহাগ, আবদার কত কিছু। কিন্তু সাধ্যের বাহিরে তাদের ইচ্ছা আকাঙ্খার প্রতিফলন নিরবেই থেকে যায়। মাঝে মাঝে তাদের ইচ্ছেগুলো পুরেণ করতে কিছু হৃদয়বান ব্যাক্তি এগিয়ে আসেন। তাদের মধ্যে দৃষ্টান্ত ফাউন্ডেশনের সভাপতি চিরকুমার সাংবাদিক সাইফুদ্দিন রনী অন্যতম। প্রতি বছর শিশুদের নিয়ে পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, রমজানে ইফতার পার্টি, কোরবানী ঈদে গরু জবাই করে শিশুদের ঈদ আনন্দের ধারাবাহিক মিছিলটা অব্যাহত রেখেছেন। সাইফুদ্দিন রনী শুধু দেবীদ্বার শিশু পরিবারই নয়, কুমিল্লার শিশু(নারী) পরিবারকেও একই ভাবে তাদের প্রাপ্তির আক্ঙ্খা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। সাইফুদ্দিন রনী বিগত কয়েকবছর ধরে তার জীবনের শ্রম, মেধা, অর্থ দানে নিজ পরিবারের মতোই এ দু’টি শিশু পরিবারকে আগলে রেখেছেন। ধন্যবাদ সকল মানবিক হিতাকাঙ্খীদের আপনাদের সহযোগীতা অব্যাহত থাকুক মানুষ ও মানবতার কল্যানে।