Free Mobile Slot Games Uk Therefore, invest some time into the research so you could find the best operator that offers good care of its customers. United Kingdom Roulette Wheel Diagram Disregard the potential of online gambling to boost land-based revenues. Canada And Online Gambling
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” প্রধানমন্ত্রীর এই শ্লোগানকে বাস্তবায়ন করতে কুমিল্লার মুরাদনগরে গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুৎ সংযোগ দিচ্ছে মুরাদনগর সাব জোনাল পল্লী বিদ্যুৎ অফিস। ঘরে বিদ্যুৎ সংযোগের উপযোগী অর্থ্যৎ ওয়ারিং করা থাকলে সদস্য ফি আর জামানতের টাকা নিয়ে সাথে সাথে বিদ্যুৎ সংযোগ দিচ্ছেন।
সিএনজিতে বিদ্যুৎ সংযোগের সরঞ্জাম নিয়ে বাড়িতে বাড়িতে হাজির হচ্ছেন মুরাদনগর সাব জোনাল পল্লী বিদ্যুৎ অফিস এর কর্মকর্তা-কর্মচারীরা। গাড়িতে আছে মিটার, বিদ্যুতের তারসহ অন্যান্য সরঞ্জাম। আছেন তিনজন লাইনম্যান ও একজন ওয়্যারিং পরিদর্শক। কোন হয়রানি নেই, দিতে হবে না কোন বাড়তি অর্থ। ব্যতিক্রমী এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘আলোর ফেরিওয়ালা’।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে পুরো দেশ শতভাগ বিদ্যুৎ সরবরাহের আওতায় আনতে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মুরাদনগর সাব জোনাল পল্লী বিদ্যুৎ অফিস সোমবার উপজেলার জাহাপুর ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি গ্রামে এ কার্যক্রম পরিচালনা করেন। মুরাদনগর সাব জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম ফরিদ উদ্দিনের নেতৃত্বে উক্ত গ্রামে তাৎক্ষনিকভাবে ২২টি মিটার সংযোগ দেওয়া হয়।
মুরাদনগর সাব জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম ফরিদ উদ্দিন বলেন, এই মুজিব বর্ষে দেশবাসীকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে। সে লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। দেশে এখনো বিদ্যুৎ নিতে গিয়ে গ্রাহকেরা নানাভাবে হয়রানির শিকার হন। একটা সংযোগের জন্য দিনের পর দিন ঘুরতে হয়। অনেক সময় বাড়তি পয়সাও খরচ হয়ে যায়, যেটা কোনোভাবেই কাম্য নয়। তাই বাড়ি বাড়ি গিয়ে নতুন সংযোগ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।