First Casino In United Kingdom Having won a little money, many users, dazzled by the desire to win big, fall into this trap and can no longer imagine their lives without gambling. Play For Free Win Real Money Bingo Uk Again you can review them with no deposit using the fun play mode. Zeus Vs Hades App Review
এক ম্যাচ হাতে রেখেই ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে উঠল বাংলাদেশ। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপাল সফরকারী কিরগিজস্তান অলিম্পিক দলের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে।
এই ড্রয়ে বাংলাদেশের তিন পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত হয়েছে। দুই ম্যাচ শেষে কিরগিজস্তান এক পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে টিকে রইল।
২৭ মার্চ বাংলাদেশ নেপালকে ২ গোলের ব্যবধানে হারাতে পারলে ২৯ মার্চ কিরগিজস্তান বাংলাদেশ ফাইনাল হবে। আর নেপাল বাংলাদেশের সঙ্গে এক পয়েন্ট পেলেই কিরগিজস্তানের বিদায় হবে। তখন ফাইনাল হবে স্বাগতিক নেপাল ও বাংলাদেশের মধ্যে।
২০০৫ সালের সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ জাতীয় ফুটবল দল আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে দেশের বাইরে ফাইনালে উঠল। জাতীয় ফুটবল দল সর্বশেষ ফাইনাল খেলেছে ২০১৫ সালে ঢাকায় বঙ্গবন্ধু গোল্ডকাপে। ২০১০ সালে শ্রীলঙ্কায় বিচ ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। মূল ধারার ফুটবলে সিনিয়র জাতীয় দল ফাইনাল খেলবে ১৫ বছর পর।
স্বাগতিক নেপালের বিপক্ষে অন্য এক কিরগিজস্তানকে দেখা গেছে আজ (বৃহস্পতিবার)। দশরথের হাজার ছয়েক দর্শকের সামনে কিরগিজরা বুক চিতিয়ে খেলেছে। বাল গোপাল মহারজনের দল বল পজেশন আক্রমণে এগিয়ে থাকলেও কাঙ্ক্ষিত গোল করতে ব্যর্থ হয়।
৬৭ মিনিটে কিরগিজস্তানের অধিনায়ক ডিফেন্ডার তাশিয়েব দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ম্যাচের বাকি সময় প্রতিপক্ষের দশ জনের বিরুদ্ধেও গোল করতে পারেনি স্বাগতিকরা। উল্টো নেপাল গোলরক্ষক কিরণ লিম্বু ৭৩ মিনিটে গোললাইন সেভ করে দলকে রক্ষা করেন। ম্যাচের শেষ দিকে নেপাল অনেক আক্রমণ করলেও কিরগিজ গোলরক্ষক আরতেমকে পরাস্ত করতে পারেননি।