7777 Casino Bonus Codes 2025 Only the Money, Multiplier, and Extra Spin symbols are in play during the respin round. Bingo Rochester Ireland As of today, only Michigan, New Jersey, and Australia have a live dealer section available for US players. Bet Online Casino Bonus
কুমিল্লা দেবীদ্বারে ৮১ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২০২৫ সালোর এসএসসি পরীক্ষার ফলাফলে মোট জিপিএ ৫ পেয়েছে ২৭১ জন, এর মধ্যে শতভাগ পাস করেছে, বাঙ্গুরী উচ্চ বিদ্যালয় ও দেবীদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ। বাঙ্গুরী উচ্চ বিদ্যালয় থেকে ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০ জনই পাস এবং জিপিএ- ৫ পেয়েছে ২ জন, অপর দিকে দেবীদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮ জনই পাশ ও জিপিএ- ৫ পেয়েছে ৯ জন। ৮১ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৫০ টি মাধ্যমিক বিদ্যালয়, ৩১ টি দাখিল মাদ্রাসা ও ভোকেশনালসহ মোট ৬,৬৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪,৯৩৩ জন মোট পাশের হার ৭৩ দশমিক ৬৬ শতাংশ এবং অকৃতকার্য হয়েছে ১,৭৬৬ জন পরীক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মো. জাহাঙ্গীর।
এদিকে ৫০ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪৯৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৬৭৫ ও জিপিএ-৫ পয়েছে ২০৭, পাশের হার শতকরা ৭৩ দশমিক ৬৬। ৩১ টি দাখিলা মাদ্রাসার ১,৩১১ জনের মধ্যে পাস করেছে ৯০৬ জন,জিপিএ- ৫ পেয়েছে- ১৮ জন। পাশের হার ৬৯ দশমিক ১০। এসএসসি (ভোকেশনাল) থেকে মোট ৩৯৯ জনের মধ্যে পাস করেছে ৩৫২ জন, জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন। পাশের হার ৮৮ দশমিক ২২ শতাংশ। উপজেলার দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২৪৬ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৩৮, জিপিএ- ৫ পেয়েছে ৭১ জন এবং মফিজ উদ্দীন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২২৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২২১ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন। এদিকে এসএসসিতে কুমিল্লা বোর্ডে এ বছর মোট ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ৬ হাজার ৫৮১ জন। গড় পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। এ বছর মোট জিপিএ -৫ পেয়েছে ৯ হাজার ৯০২। বৃহস্পতিবার দুপুর ২ টায় বোর্ড মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: শামছুল ইসলাম।