Constanta Casino Review And Free Chips Bonus There are three different scatter symbols in this slot and these are represented by Columbus' ships the Nina, Pinta, and Santa Maria. Betsamigo Casino No Deposit Bonus 100 Free Spins The top two highest-value symbols are the Showgirl and the Slot Fathers top underling. No Wagering Free Spins Canada
বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কুমিল্লা থেকে ছেড়ে আসা কোম্পানিগন্জ গামী ফারহানা ট্রান্সপোর্ট কুমিল্লা জ, ১১- ০১৯৭ নামের একটি বাস গাড়ির ড্রাইভারকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় দেবীদ্বার নিউমার্কেট মুক্তিযোদ্ধা চত্বরে ফারহানা ট্রান্সপোর্ট বাসটি এসে পৌছালে দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোহাম্মদ রায়হানুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করেন। এ সময় বাসে থাকা মো. তাফসির আলম ও তোফায়েল আহমেদ জানান- যাত্রীরা বাসে উঠার পর ভাড়া তুলতে গিয়ে যাত্রীদের কাজ থেকে ৭০ টাকার ভাড়া ১০০ টাকা না দিলে গাড়ি ছেড়ে যাত্রীদের কে নিয়ে গন্তব্যে স্থানে পৌছাবে না এবং বাসে থাকা যাত্রীদের সাথে অতিরিক্ত ভাড়া নিয়ে কথা কাটা কাটি হলে যাত্রীদের,মধ্যে থেকে কেউ একজন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খান কে বিষয়টি জানালে- উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তাৎক্ষণিক ভাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে অভিযান চালিয়ে গাড়িটিকে আটক করেন। পরে ৫ হাজার টাকা জরিমানা ও গাড়িটিকে জব্দ করা হয় । এমনকি ড্রাইবার থেকে সেই অতিরিক্ত ভাড়া উদ্ধার পূর্বক পুনরায় যাত্রীদের মাঝে ফেরত দেওয়া হয়। এ বিষয়ে শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খান জানান – পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে যানযট নিরসন,যাত্রীদের হয়রানী ও অতিরিক্ত ভাড়া আদায় করা থেকে বিরত রাখতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে ।