Free Mobile Slot Games Uk Therefore, invest some time into the research so you could find the best operator that offers good care of its customers. United Kingdom Roulette Wheel Diagram Disregard the potential of online gambling to boost land-based revenues. Canada And Online Gambling
গ্যাস অপচয়, অপব্যবহার ও অবৈধ সংযোগ বন্ধ হলে গ্যাসের সংকট কেটে যাবে এতেকরে আপনাদের (অংশীজনদের) সার্বক্ষণিক গ্যাস সংযোগ পেতে সুবিধা হবে। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় কুমিল্লার দেবীদ্বারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর দেবীদ্বার বিক্রয় উপশাখার আয়োজনে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন অনুষ্ঠানের সভাপতি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির মহাব্যবস্থাপক (ইএস) প্রকৌশলী মর্তুজা রহমান খান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন) নাহিদ বানী ইসলাম বলেন, ৬টি জেলায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন করে থাকে। ২০২২ সাল পর্যন্ত গ্যাস সেক্টরটি একটি লাভজনক প্রতিষ্ঠান ছিল, যা এখন আর নেই। এখন আমরা গ্যাসের সরবরাহ কম পাচ্ছি, সে নিয়ম অনুযায়ী একজন গ্রাহকের ৬০মিটার গ্যাস ব্যাবহার করার কথা কিন্তু গ্রাহকরা ১৫০/২০০মিটার পর্যন্ত গ্যাস ব্যাবহার করে থাকেন। অধিকাংশ ক্ষেত্রেই অপ্রয়োজনীয়ভাবে গ্যাস ব্যবহার করেন। গ্যাস ব্যবহারে সচেতন হতে হবে এবং অবৈধ গ্যাস সংযোগ চিন্হিত করে তা বিচ্ছিন্ন করতে হবে। তবেই আমরা আমাদের অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারবো।
দেবীদ্বার বিক্রয় উপশাখার উপ-সহকারী রয়েল চন্দ্র দাস এর সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ-মহাব্যাবস্থাপক (ইএস) প্রকৌশলী ছগীর আহমেদ, উপ-মহাব্যাবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মাহম্মুদুজ্জামান, পল্লী বিদ্যুৎ দেবীদ্বার শাখার উপ-মহাব্যাবস্থাপক মোঃ আকিয়াব হোসেন, দেবীদ্বার উপশাখার কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
এছাড়াও অংশীজনদের পক্ষ থেকে গ্রাহকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন, সাংবাদিক শফিউল আলম রাজীব, জাকির হোসেন, আবুল খায়ের, মিজানুর রহমান, জালাল উদ্দিন, রাকিবুল ইসলাম, ছানাউল্লাহ প্রমুখ। এসময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে পর্যায়ক্রমে গ্রাহকদের সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং নতুন গ্যাস সংযোগের বিষয়ে তারা বলেন, ২০১৬ সাল থেকে আবাসিক গ্যাস সংযোগ বন্ধ রয়েছে, শুধুমাত্র শিল্প প্রতিষ্ঠানে কিছু ক্ষেত্রে গ্যাস সংযোগ করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে আবাসিক গ্যাস সংযোগের বিষয়ে কোনো নির্দেশনা পেলে নতুন সংযোগ দেওয়া হবে।