1 000 A Month On Online Gambling Who said that trolls must necessarily be terrible and awful. Winning Slot Machines I understand how machines work and how to discover the games that provide the best mathematical return. Casino Online Btc
পেশাগত সাংবাদিকতায় ৩ যুগ পেরিয়ে ৪ যুগ চলমান জাতির উন্নয়নে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) কতৃক পর্যটন শহর কক্সবাজারে ৮ম শোভাযাত্রা, কেন্দ্রীয় কমিটি ঘোষণা ও মিলন মেলায় দেশ সেরা ১১ জন সাংবাদিক কে যুগরত্ন সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে কুমিল্লা দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার কে যুগরত্ন সম্মাননা ও (বিএমএসএফ) এর প্রধান উপদেষ্টা করা হয়। এতে ফুল দিয়ে তাকে সংবর্ধণা প্রদান করেন দেবীদ্বার উপজেলার কর্মরত সাংবাদিক বৃন্দু। ২৬ ডিসেম্বর(বৃহস্পতিবার) সন্ধ্যায় দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবে উপস্থিত প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় সাংবাদিকদের উপস্থিতিতে আলোচনা সভার মধ্যে দিয়ে এ ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আমাদের দেবীদ্বার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম, বিজয় টিভির দেবীদ্বার প্রতিনিধি ডা.এনামুল হক, রূপসী বাংলার স্টাফ রিপোর্টার মাসুদ রানা,দৈনিক বাংলার আলোড়ন দেবীদ্বার প্রতিনিধি সাংবাদিক এমএ হালিম, দৈনিক আজকালের খবর প্রতিনিধি এ আর আহমেদ হোসাইন, মাইটিভি দেবীদ্বার প্রতিনিধি সোহেল রানা,এশিয়ান টিভি দেবীদ্বার প্রতিনিধি মো. নেছার উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাহিদুল ইসলাম,দৈনিক জবাবদিহি দেবীদ্বার প্রতিনিধি রুহুল আমিন হাজারী,বাংলার আলোড়ন প্রতিনিধি আব্দুল আলিমসহ আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বক্তব্যরা বলেন,প্রায় চার যুগ ধরে দেবীদ্বারের সাংবাদিকতায় সত্যের সাথে ভূমিকা রেখে তিনি সকল মানুষের তথ্য জাতির সামনে তুলে ধরে যাচ্ছেন। দেবীদ্বারে সাংবাদিক নাম বলতে ওনার নাম সবার আগে জনগণ মুখে নেয়। তিনি দেবীদ্বারে অসংখ্য সাংবাদিক গড়ে তুলেছেন। ১৯৭৬ সাল থেকে ২০২৪ সাল পযর্ন্ত চার যুগ পেরিয়ে সাংবাদিকতার পেশায় তার জীবন চলমান।