1 000 A Month On Online Gambling Who said that trolls must necessarily be terrible and awful. Winning Slot Machines I understand how machines work and how to discover the games that provide the best mathematical return. Casino Online Btc
কুমিল্লার দেবীদ্বারে চলছে এনআইডি স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম। স্মার্ট কার্ড নিতে এসে গলায় থাকা স্বর্ণের চেইন খোয়ালেন দুই গৃহবধূ। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে দেবীদ্বার রেয়াজউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্মার্ট কার্ড সংগ্রহকালে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী গৃহবধূ পৌর বড়আলমপুর গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী জেসমিন আক্তার জানান, স্মার্ট কার্ড নিতে আঙ্গুলের ছাপ দিয়ে তিনি যখন লাইনে দাঁড়য়েছিলেন তখন ভীড়ের মধ্যে পেছন থেকে কেউ তার গলায় থাকা স্বর্ণের চেইনটি কেটে নেয়। তিনি তখন কিছু বুঝতে না পারলেও একই এলাকার পাশের অন্য এক গৃহবধু সুফিয়া বেগমের গলার চেইন খুলে মাটিতে পরে গেলে তখন তিনি গলায় হাত দিয়ে দেখেন তার চেইন নেই। সুফিয়া বেগম মেয়ের সহযোগিতায় চেইনটি হাতে তুলে নেয় এবং দেখে চেইনটি কাটার দিয়ে কাটা।
এর আগে গতকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে একই স্থান থেকে পৌর ফতেহাবাদ এলাকার সালমা আক্তার নামে এক গৃহবধূর গলার চেইন চুড়ি হয়েছে বলে জানা গেছে।
বুধবার দুপুরে উপস্থিতিদের সাথে কথা বললে তারা জানায়, নারীদের গলার স্বর্ণের চেইন চুড়ির ঘটনাটি শুনেছি গতকাল মঙ্গলবার বিকেলেও অপর এক গৃহবধুর গলার চেইন খোয়া গেছে। তাদের ধারণা এখানে একটি সংঘবদ্ধ চোর চক্র কাজ করছে। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনারও জোর দাবি জানান উপস্থিত সকলে। স্মার্ট কার্ড বিতরণ কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্য এবিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি বলে জানান।