Constanta Casino Review And Free Chips Bonus There are three different scatter symbols in this slot and these are represented by Columbus' ships the Nina, Pinta, and Santa Maria. Betsamigo Casino No Deposit Bonus 100 Free Spins The top two highest-value symbols are the Showgirl and the Slot Fathers top underling. No Wagering Free Spins Canada
দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি
মাহে রমজান শান্তি, রহমত ও কল্যাণের বার্তা নিয়ে আসে, আর বৈশাখ নিয়ে আসে নতুন বার্তা। চলমান অবস্থায় আমাদের সকলের একটাই লক্ষ্য রাজনৈতিক ও অর্থনৈতিক স্থীতিশীল বাংলাদেশ। তবে এর সফলতা নির্ভর করবে সকলের অংশ গ্রহণে সুস্থ সুন্দর জাতীয় নির্বাচন। আমরা আশাবাদী একটি গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়নে সরকার নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা করবে। শনিবার বিকালে কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়িতে পৌর জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজু এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহন করবে, আপনারা জাতীয় পার্টির সাথে থাকবেন এবং লাঙ্গল প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
পৌর জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে ওই ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজু। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব হাজী মোছলে উদ্দিন মোল্লা মোসলেম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাবেদ আহম্মেদ নবী, মোঃ মজিবুর রহমান, মোঃ ফরিদ উদ্দিন আহম্মেদ, আব্দুল আউয়াল, নাজিম উদ্দিন সরকার, এ.কে আজাদ, মোঃ মোজ্জামেল হক ভূইয়া, মোঃ আলেক মিয়া, মজিবুর রহমান কালা, সদস্য সচিব সফিকুল ইসলাম মাস্টার, পৌর জাতীয় পার্টির আহবায়ক মনিরুল ইসলাম ভূইয়া, উপজেলা যুব সংহতির সভাপতি মোঃ সেলিম মিয়া, আলী হোসেন, উপজেলা ছাত্র সমাজ নেতা আল আমীন কিবরিয়া, ফিরোজ খান, কবির হোসেন, দেলোয়ার হোসেন, আবদুর রব, স্বজল হোসেন, বাদশা মিয়া, মেহেদী হাসান, শুভ আহম্মেদ, হৃদয় আহম্মেদ ও সজিব আহম্মেদ প্রমুখ। এর আগে প্রধান অতিথি অধ্যাপক ইকবাল হোসেন রাজু বিশাল মটরসাইকেল বহর নিয়ে দেবিদ্বার পৌর এলাকার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।