Free Mobile Slot Games Uk Therefore, invest some time into the research so you could find the best operator that offers good care of its customers. United Kingdom Roulette Wheel Diagram Disregard the potential of online gambling to boost land-based revenues. Canada And Online Gambling
এ আর আহমেদ হোসাইন দেবীদ্বার: কুমিল্লা প্রতিনিধি
দেবীদ্বার উপজেলার শীর্ষ স্থান অর্জনকারী অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ২০২২ সালে এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ ও ৪৪ জন জিপিএ ৫ পেয়ে উপজেলার ১ম স্থান অর্জন করেন। এ উপলক্ষে সোমবার সকাল ১১ টায় স্কুলের মিলনায়তনে ৬ষ্ঠ থেকে ৯ ম শ্রেনীর ২০ জন মেধবী ছাত্র ছাত্রীদের মাঝে বার্ষিক বৃত্তি প্রদান এবং জিপিএ ৫ পাপ্তিদের প্রত্যেকদেরকে ফুলের সংবর্ধনা দেওয়া হয়। স্কুলে পরিচালনা পর্ষদের সভাপতি ডা.মানছুরুল হক এর সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আব্দুল ওয়াহিদ মো.সালেহ এর প্রধান অতিথির উপস্থিততে এ অনুষ্ঠান করা হয়। এ সময় বিশেষ অতিথি ছিলেন। উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মাইনুউদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন অক্সফোর্ড স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য মো. ফখরুল ইসলাম মোশাররফ,পরিচালনা পর্ষদ এর সদস অধ্যাপক মো. মতিউর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো. নরুল ইসলাম। সারা দেশজুড়ে গত ২৮ নভেম্বর রোজ সোমবার প্রকাশ করা হয় ২০২২সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এ বছর দেবীদ্বার অক্সফোর্ড স্কুলের মোট পরীক্ষার্থী ১৩০ জন। এর মধ্যে শত ভাগ পাশ এবং জিপিএ ৫ পয়েছেন ৪৪ জন। এদিকে উপজেলায় ৫০ টি উচ্চ বিদ্যালয়ের মাঝে শত ভাগ পাশ করেছেন ৬ টি উচ্চ বিদ্যালয় এবং ৩১ টি দাখিল মাদ্রাসার মধ্যে শত ভাগ পাশ করেছেন ৯ টি। পুরো উপজেলায় মোট ৬৭৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৬৩৭৯ জন।