Constanta Casino Review And Free Chips Bonus There are three different scatter symbols in this slot and these are represented by Columbus' ships the Nina, Pinta, and Santa Maria. Betsamigo Casino No Deposit Bonus 100 Free Spins The top two highest-value symbols are the Showgirl and the Slot Fathers top underling. No Wagering Free Spins Canada
দেবীদ্বার: কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা দেবীদ্বার পৌর এলাকার ধলাহাস,মরিচাকান্দা ও ফতেহাবাদ গ্রামে দুইটি পাগলা কুকুরের কামড়ে সাবেক ইউপি সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর সকাল থেকে ১০ টা পর্যন্ত এলাকাবাসী ও পথচারী পাগলা কুকুরের কামড়ে নারী,পুরুষ,শিশুসহ আহতরা দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভীড় জমান। তবে প্রত্যেকরই হাত,পা,শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে জখম করে পাগলা কুকুর। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তাসলিমার আক্তার উপস্থিততে আহত সকলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়। তবে গুরতর আহত
রহিমা আক্তার (৪০) কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠান।
বাকী আহতরা হলেন ধলাহাস গ্রামের সাবেক ইউপি সদস্য আলী হোসেন, একই গ্রামের জুলহাসের ছেলে মো.শাহিন, অলিউল্লাহর স্ত্রী তাহেরা বেগম,মৃত, দুধ মিয়ার ছেলে জহিরুল ইসলাম, আব্দুর রহমানের স্ত্রী সাহেরা বেগম,আবুল হোসেন’র মেয়ে সামিয়া আক্তার,হুমায়নের মেয়ে খাদিজা আক্তার,মনু মিয়ার ছেলে মো. তৌফিক,রহিম উদ্দিনের ছেলে মো.বশির উদ্দীন, আব্দুর রহিমের ছেলে মনিরুল ইসলাম, মরিচাকান্দা গ্রামের জুয়েলের স্ত্রী কলি আক্তার, আব্দুর রহমানের স্ত্রী শাহেরা বেগম,আবুল হোসেনের স্ত্রী পেয়ারা বেগম, মো. ফারুকের মেয়ে ফারজানা আক্তার, পথচারী পরমতলা গ্রামের মো. শরিফের মেয়ে সুরাইয়া সহ আরও অনেকে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সৃত্রে আরও জানান
বুধবার রাতে একই এলাকার থেকে ইকবাল হোসেনের স্ত্রী রহিমা আক্তার (৪০) কে পাগলা কুকুর কামড়ালে তার পরিবার
হাসপাতালে নিয়ে আসলে গুরুতর আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মরিচাকান্দ গ্রামের মো. রবিন জানান, বুধবার রাতে দুইটি পাগলা কুকুর গ্রামের নারী,পুরুষ, শিশুকে কামড়িয়ে গুরুতর আহত করে।পরে এলাকাবাসী একটি কুকুর কে পিটিয়ে মেরে ফেললেও অপর কুকুরটি ফতেহাবাদ ও ধলাহাস গ্রামের অনেক লোক কামড়িয়ে আহত করেন।
ধলাহাস গ্রামের স্থানীয় খালেক মিয়া জানান,বৃহস্পতিবার ভোর সকালে রাস্তায় মানুষ চলাকালে একটি পাগলা কুকুর রাস্তায় যাকে পায় তাকে লাফিয়ে লাফিয়ে কামড়াতে দেখে ভয়ে আমি বাড়ি চলে যাই। তবে কুকুরটি দৌড়ানো অবস্থায় কোথায় পালিয়েছে তা আর দেখা যায়নি।