Live Dealer Casino Blackjack There are a lot of reasons why, but first among them is likely the ease of learning how to play and the massive amount of television exposure Texas Hold'em has got in the the last 6-8 years. Games Casino Australia Similar to other slot games, you can choose the amount you wish to bet, and the number of paylines. Blackjack Furniture Birmingham Al
দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি
এশিয়ান টিভির কুমিল্লার দেবীদ্বার উপজেলা প্রতিনিধি মো. নেছার উদ্দিনকে লাঞ্চিত ও হত্যার হুমকি দিয়ে তাকে বহনকারী একটি মোটর সাইকেল ভাংচুর করাসহ সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত ক্যামেরাটি ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার রাত দশটার দিকে দেবীদ্বার উপজেলার গোপালনগর গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মো. মোখলেস ও তার স্ত্রীর বিরুদ্ধে দেবীদ্বার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক নেছার উদ্দিন।
সোমবার সকালে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণধর অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি আমরা গুরত্বসহকারে দেখছি।
হামলার শিকার সাংবাদিক নেছার উদ্দিনের দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, রোববার বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার গোপালনগর পূর্বপাড়ার মৃত মানিক মিয়ার স্ত্রী বিধবা রানু বেগমের বাড়িতে একদল দুর্বৃত্ত ডুকে ওই বিধবাকে মারধর করাসহ হামলা ও ভাংচুর করছে। এমন সংবাদের খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে পেশাগত দায়িত্ব পালন করার সময় ওই হামলাকারীরা সাংবাদিক নেসার ও তার সঙ্গে থাকা আবদুল আলীম নামে আরেক সাংবাদিকের ওপর হামলা করেন। এ সময় তাঁরা মোটর সাইকেল ভাঙচুর করে তাদের ব্যবহৃত ক্যামেরাটি ছিনিয়ে নেন।
এ বিষয়ে আরেক ভুক্তভোগী ও প্রতেক্ষদর্শী গোপালনগর গ্রামের বিধবা রানু বেগম বলেন, আমার বাড়িতে এসে আমার একই এলকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মোখলেস, আজাদ ও ইব্রাহীম, ও তার স্ত্রীসহ অন্যান্যরা আমাকে ও আমার মেয়ের উপর হামলা করে। এ হামলার খবর পেয়ে সাংবাদিকদের মতো আরো অনেক লোক আমার বাড়িতে এসে ভীর জমায়। এ সময় সাংবাদিকরা আমার কাছ থেকে ঘটনার বিষয়ে জানতে চাইলে সে সময়ও ওরা সাংবাদিকদের গালমন্দ করে তাদের উপর চড়াও হয় এবং তাদের মোটর সাইকেল ভাংচুর করে ক্যামেরা টেনে নিয়ে যায়। বিধবা রানু বেগম আরো জানান, আমি নিজেও তাদের হাত থেকে রক্ষা পেতে গত ২১ অক্টোবর দেবীদ্বার থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
এ ঘটনায় দেবীদ্বারে কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকিদাতার শাস্তির দাবি করেছেন।