1 000 A Month On Online Gambling Who said that trolls must necessarily be terrible and awful. Winning Slot Machines I understand how machines work and how to discover the games that provide the best mathematical return. Casino Online Btc
( দেবীদ্বার – কুমিল্লা) প্রতিনিধি
দেবীদ্বার উপজেলার ১২নং ভানী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা ভেঙ্গে আ’লীগ কুমিল্লা (উঃ) জেলার সাংগঠনিক সভা করার অভিযোগ অস্বীকার করেছেন আ”লীগ কুমিল্লা (উঃ) জেলার সাধারন সম্পাদকসহ জেলার ৩ নেতা।
ওই নেতারা হলেন,- আওয়ামী লীগ কুমিল্লা (উঃ) জেলা সাধারন সম্পাদক হাজী মোঃ রোশন আলী মাষ্টার, আওয়ামী লীগ কুমিল্লা (উঃ) জেলা সহ-সাধারন সম্পাদক ও সাংগঠনিক কমিটি-৬’এর সদস্য সচিব গোলাম ফারুক রানা, আওয়ামী লীগ কুমিল্লা (উঃ) জেলা ধর্ম বিষয়ক সম্পাদক মোতাহের হোসেন।
মঙ্গলবার দুপুরে ওই ৩ নেতা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই প্রতিবাদ জানিয়েছেন। এর আগে সোমবার সন্ধ্যায় দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই ৩ নেতা একই বক্তব্য তুলে ধরেন।
আওয়ামী লীগ কুমিল্লা (উঃ) জেলা সহ-সাধারন সম্পাদক ও সাংগঠনিক কমিটি-৬’এর সদস্য সচিব গোলাম ফারুক রানা বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশে সংগঠনে শুদ্ধী অভিযান, নির্বাচনে নৌকা বিরোধী ভ‚মিকাসহ সংগঠন বিরোধী কার্যকলাপে যুক্তদের চিহ্নীত করে, তাদের নাম-পরিচয় কেন্দ্রে পাঠানোর জন্যে ওই সাংগঠনিক কমিটি-৬ গঠন করা হয়। ওই কমিটির প্রথম সাংগঠনিকসভা ছিল গত শনিবার ১২নং ভানী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে।
ইউপি চেয়ারম্যান, সচিব ও স্থানীয় দলীয় নেতা-কর্মীদের অবগত করেই ওই সভা ডাকা হয়। যেহেতু পূর্ব নির্ধারিত সভাস্থলের প্যান্ডেলটি সাংগঠনিকসভা করার পূর্ব রাতেই (গত শুক্রবার দিবাগত রাতে) অজ্ঞাত দূষ্কৃতিকারীরা ভেঙ্গে ফেলে। তাই আমরা জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ঘটনাস্থলে যাওয়ার পর কয়েকজন গ্রাম পুলিশ আমাদের ইউপি কার্যালয়ের সভাকক্ষে সভা করার সমস্ত আয়োজন করে দেন।
ইউপি চেয়ারম্যান, সচিব’র অনুমতি ছাড়া অফিস বন্ধকালীন সময়ে গ্রাম পুলিশ কোন ক্ষমতাবলে একটি রাজনৈতিক দলের সভা করার জন্য অফিসের তালা খুলে দেবে ? ওই ইউপি চেয়ারম্যান বিনা অনুমতিতে তার অফিসে সভা করার অভিযোগে কেনইবা থানায় সাধারন ডায়েরী করবে ? এ প্রশ্নের জবাবে বলেন, আমরা ইউপি কার্যালয়ের তালা ভেঙ্গে মিলনায়নে সভা করিনাই। যে বিষয়টি দৈনিক কালের কন্ঠ পত্রিকা. দৈনিক কুমিল্লার কাগজ পত্রিকাসহ বেশ কিছু পত্রিকায় প্রকাশ হয়েছে, তা আমাদের ভাবমূর্তীকে বিতর্কিত করেছে। আমরা ওই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। আমাদের এ কর্মসূচী নস্যাত করার ষড়যন্ত্রে পেছন থেকে যে সমস্ত দুষ্কৃতিকারীরা গুটি চালছেন, তাদেরও আমরা আইনের আওতায় আনব।