Pirate Slots Casino No Deposit Free Spins Bonus Codes To get acquainted with this casino, please keep Melbourne this MaxiPlay review. Slot Online Indonesia Following the list of these most popular and top-quality game providers whose quality of the games is really at an unachievable level from the Sydney Dice casino, we can expect the best and highest quality titles of the games. Uk Online Casino News
 
																
								
                                    
									
                                কুমিল্লার দেবীদ্বারে ৭ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের ১৫জন, জাতীয় পার্টির ৫জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১২জন, জাকের পার্টি ১জন এবং স্বতন্ত্র প্রার্থী ৮৩জনসহ মোট ১১৬জন চেয়ারম্যান প্রার্থী সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও ১৩৫টি ওয়ার্ডে সাধারন সদস্য পদে ৬০৫জন ও ৪৫টি সংরক্ষিত ওয়ার্ডে ২৩৭ মনোনয়নপত্র দাখিল করেন।
বুধবার সন্ধ্যায় দেবীদ্বার উপজেলা নির্বাচন অফিসার মো.আলতাফ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।
দেবীদ্বার ইউপি নির্বাচনে সুবিল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্তী আবু তাহের’র সাথে তার স্ত্রী শাহীনূর বেগম ও তার ভাই প্রতিদ্বন্দ্বিতা করছেন, অপরদিকে ফতেহাবাদ ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহনাজ মোস্তফার সৎ ছেলে আল-মামুন-বাবু ও শাহনাজ মোস্তফার ভাসুর বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রসুলপুর ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ড’র সংরক্ষিত মহিলা আসনে বর্তমান মেম্বার সুফলা বেগম’র সাথে তার সৎ বোন হাছিনা আক্তার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও নৃগোষ্ঠীর বেদে পরিবারের সর্দার আলাউদ্দিন কবিরাজ গুনাইঘর(উঃ) ইউপি থেকে মেম্বার পদে এবং রসুলপুর ইউনিয়নে হিজরা পরিবারের ইসমাইল হোসেন শুকতারাও মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।
নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, সপ্তম ধাপে নির্বাচনের জন্য ঘোষিত তফসিল অনুযায়ী ১২জানুয়ারী বুধবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে বড়শালঘর ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত সদস্য ১০জন, সাধারণ সদস্য ৪১জন, ইউসুফপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৯জন, সংরক্ষিত সদস্য ৮জন, সাধারণ সদস্য ৩৯জন, রসুলপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত সদস্য ১১জন, সাধারণ সদস্য ৩১জন, সুবিল ইউপিতে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত সদস্য ৯জন, সাধারণ সদস্য ৪৭ জন, ফতেহাবাদ ইউপিতে চেয়ারম্যান পদে ১৫জন, সংরক্ষিত সদস্য ১০জন, সাধারণ সদস্য ৪১ জন, এলাহাবাদ ইউপিতে চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত সদস্য ৬জন, সাধারণ সদস্য ৩৫জন, জাফরগঞ্জ ইউপিতে চেয়ারম্যান পদে ১০জন, সংরক্ষিত সদস্য ১৩জন, সাধারণ সদস্য ৩১ জন, গুনাইঘর(উত্তর) ইউপিতে চেয়ারম্যান পদে ১২ জন, সংরক্ষিত সদস্য ৬জন, সাধারণ সদস্য ৩৫জন, গুনাইঘর (দক্ষিন) ইউপিতে চেয়ারম্যান পদে ৬জন, সংরক্ষিত সদস্য ১৪জন, সাধারণ সদস্য ৪৩জন, রাজামেহার ইউপিতে চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত সদস্য ১০জন, সাধারণ সদস্য ৪৬জন, ভানী ইউপিতে চেয়ারম্যান পদে ৯জন, সংরক্ষিত সদস্য ১০জন, সাধারণ সদস্য ৪৬জন, ধামতী ইউপিতে চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত সদস্য ৮জন, সাধারণ সদস্য ৪৬জন, সুলতানপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত সদস্য ৯জন, সাধারণ সদস্য ৪৭জন, বরকামতা ইউপির চেয়ারম্যান পদে ৬জন, সংরক্ষিত সদস্য ১৩জন, সাধারণ সদস্য ৩৮জন, মোহনপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত সদস্য ১০জন, সাধারণ সদস্য ৩৯জন প্রার্থী।