7777 Casino Bonus Codes 2025 Only the Money, Multiplier, and Extra Spin symbols are in play during the respin round. Bingo Rochester Ireland As of today, only Michigan, New Jersey, and Australia have a live dealer section available for US players. Bet Online Casino Bonus
 
																
								
                                    
									
                                এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার – কুমিল্লা) প্রতিনিধি //
নানান আয়োজনের মধ্যে দিয়ে ১৬ ডিসেম্বর বৃহস্প্রতিবার সকালে হতে শুরু করে বিকাল ৪ টা পর্যন্ত কুমিল্লা দেবীদ্বার পৌর চাপানগর খানকায়ে মাহবুবীয়ায়, হোসেনপুর, গুনাইঘর, গুবিন্দপুর,মোহনপুর,কাবিলপুর, সাইতলা খানকায়ে মাহবুবীয়া ও জাকের মজলিসে একযুগে মোহাম্মদী ইসলামের পুর্নজীবনদানকারী বীর মুক্তিযোদ্ধা সূফি সম্রাট হযরত সৈয়দ মাহবুব- এ -খোদা দেওয়ানবাগী (রহ .)এর ৭২ তম শুভ জন্ম বার্ষিকীর অনুষ্ঠান পালন করা হয়।
ঢাকার মতিঝিল বাবে রহমত
দেওয়ানবাগ শরীফ থেকে অনলাইন জুমের মাধ্যমে মোহাম্মদী ইসলামের নেতৃত্বপ্রদানকারী আশেকে রাসূল (সা:) সন্মেলনের আহবায়ক ড.কুদরত – এ খোদার আহবানে ওই  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দেওয়ানবাগ শরীফের ওলামা কেরামগন পবিত্র কুরআন ও হাদীস দ্বারা মহামানবগনের শুভজন্ম দিনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য শেষ করার পরে  সন্মেলনের আহবায়ক ড.কুদরত – এ খোদার বানী মোবারক শেষে আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে ওই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
শুরুতে পবিত্র কোরান তেলওয়াত, শানে মোর্শেদ, মিলাদ ও দুরুদ শরীফ পাঠ করা হয়।
অনুষ্ঠানে জাকের বিন্দু ও এলাকাবাসীর উপস্থিতি মেহমানদের মাঝে বিভিন্ন খাবার স্টলের আয়োজন করে বিতরন করা হয়,
চকলেট, চা বিস্কুট,পান, মেরা পিঠা,  ছুইফুল পিঠা,সামুক পিঠা, তেলের পিঠা, নারকেল পিঠা,বারিনদেশ পিঠা,ফুল পিঠা, মিস্টি, শুভ জন্মদিনের
কেক কেটে বিতরন করা হয় বিরানী তবারুক।
খানকায়ে মাহবুবীয়া ও জাকের মজলিস গুলিতে খাসী, গরু জবাই করে
দুই থেকে তিন দিন ব্যাপি আলোক সজ্জা ও কাচা ফুল দিয়ে সাজিয়ে ওই অনুষ্ঠান পালন করা হয়।
সূফি সম্রাট দেওয়ানবাগী (রহ.) ১৪ ডিসেম্বর ১৯৪৯ খ্রিস্টাব্দে বি-বাড়িয়া জেলার আশুগজ থানার বাহাদুরপুর গ্রামের সৈয়াদ বংশে জন্ম গ্রহন করেন। সারা বিশ্বময় মোহাম্মদী ইসলাম প্রচার ও প্রসারনায় বহুল ধর্মীয় সংস্কার করে তিনি ২৮ ডিসেম্বর ২০২১ ইং তারিখ ওফাত লাভ করেন।