Free Mobile Slot Games Uk Therefore, invest some time into the research so you could find the best operator that offers good care of its customers. United Kingdom Roulette Wheel Diagram Disregard the potential of online gambling to boost land-based revenues. Canada And Online Gambling
মোঃ সোহেল রানা,দেবীদ্বার-কুমিল্লা: প্রতিনিধি //
দেবীদ্বার উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায়, দেবীদ্বারের সার্বিক আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে কথা বলতে যেয়ে আলোচকগন বলেন, উপজেলা সদরে কিশোর গ্যাং গুলোর দৌরাত্ম আশংকাজনকভাবে বেড়েছে। উপজেলা সদরেই ছোট বড় প্রায় ১০/১২টি কিশোর গ্যাং তৈরী হয়েছে। তারা নিছক ঘটনায় এক গ্রুপের সাথে অন্য গ্রুপের সংঘর্ষ বাঁধিয়ে শক্তির মহড়া জানান দিচ্ছে। এদের মধ্যে কয়েকটি গ্রুপ স্কুল চলাকালীন সময়ে দেবীদ্বার মফিজ উদ্দিন আহাম্মেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং আজগর আলী মূন্সী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে (বখাটেদের) ভীড় এবং ছাত্রীদের উত্তক্তই নয়, ছাত্রীদের সাথে কথা বলা নিয়ে এক গ্রুপ অপর গ্রæপের উপর হামলা করতে দেখা যায়। এসময় সংঘর্ষে লিপ্ত গ্রুপগুলো বড় ভাইদের ডেকে আনতে দেখা যায়, বড় ভাইদেরও কোন বিপদ হলে বা সংঘর্ষে জড়িয়ে পড়লে কিশোর গ্যাংগগুলোও তাদের পাশে দাড়ায়।
মাঝে মাঝে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে সাজা কিংবা অভিভাবকদের হাতে তুলে দিলেও ওদের তেমন কোন পরিবর্তন দেখা যায়না।
এরা প্রকাশ্যে এবং রাতের আধাঁরে উপজেলা কমপ্লেক্স, হলরোম, শিশু পার্কের পেছনে, দেবীদ্বার মোল্লাবাড়ির পেছনে নির্মানাধীন ভবনগুলোতে এবং পল্লীবিদ্যুৎ অফিস, গোমতী নদীর ভেরীবাঁধসহ অন্তত: ২৫/৩০টি স্পটে মাদক সেবনের আড্ডা বসে। মাদকের টাকার অভাবে বাবার পকেট কাটা, মায়ের গহনা চুরি এমনকি মাদকের টাকার জন্য মা-বাবাকে মারধর ও ছিনতাইয়ের মতো ঘটনায় যুক্ত হয়ে পড়েছে। মাদকের কারনে চুরি, ছিনতাই বেড়ে গেছে।
আলোচকরা বলেন, এসব বিষয়গুলো নিয়ন্ত্রনে প্রশাসনের পক্ষে সম্ভব নয়, রাজনৈতিক নেতৃত্ব এবং অভিভাবকদের সার্বিক সহযোগীতা প্রয়োজন। একজন নারী আলোচক উদাহরণসহ বলেই ফেললেন, যে কিশোর- যুব- তরুণরাই শুধু মাদকাসক্ত নয়, নারীরাও আসক্ত হয়ে পড়ছে। মাদক নির্মূলে মাদক সরবরাহকারী, বিক্রেতা এবং এসবের মূল হোতাদের আইনের আওতায় আনতে হবে।
এছাড়াও যানজট নিরসনে, মহাসড়কের ফুটপাত অবমুক্ত, রিক্সা, সিএনজি, মাইক্রো এবং এ্যাম্ব্যুলেন্স ষ্ট্যান্ডগুলো মহাসড়ক থেকে স্থানান্তর, প্রটিি সিএনজি উপজেলা পরিষদের নিয়ন্ত্রনে এনে রেজিষ্ট্রেশন করা, চালকদের প্রশিক্ষন ও সিএনজি এবং চালকতের লাইসেন্স বাধ্যতামূলক করা, সড়কের পাশে নির্মাণ সামগ্রী, কারখানা/ প্রাইভেট হাসপাতালের বর্%9