1 000 A Month On Online Gambling Who said that trolls must necessarily be terrible and awful. Winning Slot Machines I understand how machines work and how to discover the games that provide the best mathematical return. Casino Online Btc
কুমিল্লার দেবীদ্বারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ ও এর অংগসংগঠনের ১৩ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের কুমিল্লা উত্তর জেলা সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টারের ছবি সম্বলিত ব্যানারে ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে’র ভানী ইউনিয়নের খাদঘর এলাকায় আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। ওই মিছিলের ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঘটনার পর পুলিশ ভিডিও সনাক্ত করে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০/১৫ জনের নামে দেবীদ্বার থানায় একটি জিডি করেন।
ওই ডায়েরীতে নাম উল্লেখ করা নেতা-কর্মীরা হলেন, উপজেলার পদ্মকোট গ্রামের আজগর আলীর পুত্র যুবলীগ নেতা জুয়েল(২৮), ভিংলাবাড়ি গ্রামের আওলাদ হোসেনের পুত্র রাজু (২৫), হিরন মিয়ার পুত্র বাবুল সরকার(৩৫), পদ্মকোট গ্রামের আজিজ মিয়ার পুত্র সাকিব(৩০), সাবের পুকুরপাড় গ্রামের গোলাম মোস্তফার ছেলে গোলাম কিবরিয়া(২২), বরাট গ্রামের সেলিমের পুত্র সুজন (৩০), মধ্যনগর গ্রামের জয়নাল আবেদীনের পুত্র রেজাউল করিম(৩০), বরাট গ্রামের আব্দুল মতিনের পুত্র আলাউদ্দিন(৪০), দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের দুলাল মিয়ার পুত্র সিজান(১৮) ও তাজুল ইসলামের সফিকুল ইসলাম(২৩), বক্রিকান্দি গ্রামের ওয়াদুদ সরকারের পুত্র রুবেল সরকার(৪৫)
পরে শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে উপজেলার বিভিন্ন গ্রামে দেবীদ্বার থানা পুলিশ ও জেলা গোয়ান্দা (ডিবি) শাখার যৌথ অভিযানে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ১৩ জন নেতা-কর্মীকে গ্রেফতার করে ডিবি অফিসে নিয়ে যায়।
ডিবি অফিসে তাদের জিজ্ঞাসাবাদ শেষে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ৮/৯/১০/১১/১২/১৩ ধারায় দেবীদ্বার থানার উপ-পরিদর্শক(এসআই) জামশেদুল আলম বাদী হয়ে মামলায় ১৩ জনকে এজহার নামীয় আসামী করে এবং অজ্ঞাতনামা ১০/১৫ কে আসামী করে মামলা দায়ের পূর্বক কোর্ট হাজতে চালান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ।
আটককৃতরা হলেন, উপজেলার গুনাইঘর উত্তর ইউপি’র যুবলীগ সদস্য মোঃ জালাল(২৮), (পিতা-মৃত জাকির হোসেন)। ওয়াহেদপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন সরকার’র পুত্র সুবিল ইউনিয়ন সেচ্ছা সেবকলীগের সভাপতি, আল আমিন সরকার(৩৮)। সুবিল ইউনিয়ন আওয়ামীলীগ’র সদস্য, বুড়িরপাড় গ্রামের মৃত মোহর আলী’র পুত্র হরমুজ মুহুরী(৫০)। একই গ্রামের আব্দুল মোতালেবের পুত্র আওয়ামীলীগ’র সদস্য মোশারফ হোসেন(৫৪)। সুলতানপুর ইউনিয়নের সাবের পুকুরপাড় গ্রামের গোলাম মোস্তফার পুত্র ও ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ণিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য সদস্য গোলাম কিবরিয়া(২২)। ভানী ইউনিয়ন যুবলীগ সদস্য ও বরাট গ্রামের মো. সেলিম মিয়ার পুত্র মোঃ সুজন(২৬)। গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন’র আওয়ামীলীগের সদস্য ও পদ্মকোট গ্রামের মজিবুর রহমানের পুত্র জামাল হোসেন(৪৭)। একই ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও একই গ্রামের মৃত: মনসুর আলীর পুত্র আবুল কালাম ভোলা(৪০)। ভানী ইউনিয়ন যুবলীগ সদস্য ও বক্রিকান্দি গ্রামের মো. জয়নাল আবেদীনের পুত্র মোঃ রেজাউল করিম(২৭)। দেবীদ্বার পৌর যুবলীগ সহ-সভাপতি ও ভিংলাবাড়ি গ্রামের মৃত: বাচ্চু মিয়ার পুত্র আল আমিন(৪২)। দেবীদ্বার পৌর ছাত্রলীগ নেতা ও দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের দুলাল মিয়ার পুত্র মোঃ সিজান(১৮)। মো. তাজুল ইসলামের পুত্র মোঃ সফিকুল ইসলাম(২৩)। মো. আবুল হোসেন’র পুত্র ২ নং ওয়ার্ড কমিটির আওয়ামীলীগ’র সভাপতি মোঃ বিল্লাল হোসেন(৪৪)।
এ ব্যপারে দেবীদ্বার থানার ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ’র ঝটিকা মিছিলের পর রাতভর বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী আন্দোলনে আবুবকর হত্যা মামলার ৬ জন এবং সন্ত্রাস বিরোধী আইনে ৭ জনসহ ১৩ নেতাকর্মীকে আটক করে কোর্ট হাজতে চালান করেছি।