Bethard Casino 100 Free Spins Bonus 2025 Henhouse is a brand new slot game that has just been released at both casinos, and they both want players to try out this incredible game. Betspins Casino No Deposit Bonus 100 Free Spins If you still fail to see the Live Chat icon after logging in, this serves to indicate all support agents are busy at the moment. Play Pinball Roulette Real Money
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবীদ্বারে র্যা লী, আলোচনাসভা ও মাছের পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্ভোধন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায় মৎস্য সপ্তাহ উদ্ভোধন উপলক্ষে দেবীদ্বার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা খামার ব্যাবস্থাপক মোঃ মামুনুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান নাফি, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ কাউছার মোল্লা, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ ইব্রাহীম খলিল, মৎস্যচাষী মোঃ আবুল হোসেন প্রমুখ।
আলোচকরা তাদের বক্তব্যে বলেন, মিঠাপানির মাছ উৎপাদনে দেশের চাহিদা মিটিয়ে আমরা মাছ রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করছি। কিন্তু আমাদের দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তের পথে। আমাদের দেশীয় প্রজাতির মাছ রক্ষায় প্রশাসনের ব্যাবস্থা গ্রহনের অনুরোধ জানিয়েছেন বক্তারা। বিষমুক্ত মাছ বাজারজাত করনের মাধ্যমে ভোক্তার অধিকার বজায় রাখতে বাজার মনিটরিংয়ের মাধ্যমে ব্যাবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নজরদারি রাখার কথাও উঠে এসেছে আলোচনায়।
সভার প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় প্রয়োজনীয় খাল খনন প্রকল্প গ্রহন করা হবে। এক্ষেত্রে মাছ চাষীদের উদ্বুদ্ধ করতে হবে। পাশাপাশি আমাদের আরো সচেতন হতে হবে, যেমন পহেলা এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত নদী নালা খাল বিল অথবা যেকোনো জলাশয় থেকে শোল, গজার, টাকি দেশীয় প্রজাতির মা-বাবা মাছসহ পোনার ঝাঁক আহরন করা যাবে না। জলাশয়ে কারেন্ট জাল ব্যাবহার করে মাছ ধরা যাবে না, যা আইনত দণ্ডনীয় অপরাধ।