1 000 A Month On Online Gambling Who said that trolls must necessarily be terrible and awful. Winning Slot Machines I understand how machines work and how to discover the games that provide the best mathematical return. Casino Online Btc
বঙ্গনিউজবিডি ডেস্ক: ক্যারিয়ারে অসংখ্য দর্শকনন্দিত ছবি উপহার দিয়েছেন। তবে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রে কপিলা চরিত্রটি এখনও দর্শকদের হৃদয়ে গেঁছে আছে। সেই ‘কপিলা’ খ্যাত অভিনেত্রী ও বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১৫ এপ্রিল) করোনা করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে অভিনেত্রী নিজেই জানিয়েছেন।
গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রূপা লিখেন- ‘সর্বশেষ আমার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। দুঃখিত বন্ধুরা।’
এর ঠিক দুদিন আগেই গত ১৩ এপ্রিল রূপা বলেছিলেন- ‘আমার কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তবে ঠান্ডা জ্বর ও কফ রয়েছে।’
এদিকে বিধানসভা নির্বাচন ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তাপ বেড়েই চলেছে। ভোটের আগে একাধিকবার পশ্চিমবঙ্গে প্রচারে আসা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও করোনায় আক্রান্ত। তার সঙ্গেই বিজেপির প্রচারে অংশ নিয়েছিলেন রূপা। এরপরই তারও করোনা পজিটিভ হওয়ার খবর এলো।
১৯৯২ সালে গৌতম ঘোষ নির্মিত ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রের নায়িকা কপিলার বিপরীতে কুবের চরিত্রে অভিনয় করেছিলেন বাংলাদেশের বরেণ্য অভিনেতা রাইসুল ইসলাম আসাদ। ছবিটিতে কপিলা ছিল কুবেরের শ্যালিকা। পুরুষের হৃদয়ে আদিম আবেদন সৃষ্টিকারী কপিলা কুবেরের সাথে যেন উদাসীনভাবে প্রেমের অভিনয় করে যায়। তাদের প্রেম রসায়ন এখনও বাঙালি দর্শককে উতলা করে।
কপিলা করোনায় আক্রান্ত হলেও কুবের সুস্থ ও করোনামুক্ত আছেন বলে জানা গেছে।